Pujoy Pulse 2025: যাঁরা ক্যান্ডি খান না, তাঁরাও চেয়ে খেলেন! পালস ক্যান্ডি মুখে দিতেই সকলে বললেন ‘WAH’

Pujoy Pulse Season 3: গত দুই পর্বের অভূতপর্ব সাফল্যকে পাথেয় করে এবার পুজোয় পালসের সিজন থ্রি। একেবারে নতুন চেহারা। এবারের থিম গোল কা মোল, গোলের মূল্য। সোমবার হাওড়ার জনবহুল এলাকায় পৌঁছে গেল পালসের ট্যাবলো।

Pujoy Pulse 2025: যাঁরা ক্যান্ডি খান না, তাঁরাও চেয়ে খেলেন! পালস ক্যান্ডি মুখে দিতেই সকলে বললেন WAH
শিলিগুড়িতে পালসের ট্যাবলোImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 24, 2025 | 5:45 PM

শিলিগুড়ি: পুজোয় পালস সিজন থ্রি!  এবার তবে পুজোয় পালস নতুন রুপে। ‘গোল কা মোল’ যেখানে, পুজোর মজা সেখানে। পালসের ট্যাবলো ঘুরছে কলকাতা থেকে জেলায় জেলায়। আজ, পালসের ট্যাবলো ঘুরল শিলিগুড়িতে।

গত দুই পর্বের অভূতপর্ব সাফল্যকে পাথেয় করে এবার পুজোয় পালসের সিজন থ্রি। একেবারে নতুন চেহারা। এবারের থিম গোল কা মোল, গোলের মূল্য। সোমবার হাওড়ার জনবহুল এলাকায় পৌঁছে গেল পালসের ট্যাবলো। ট্যাবলো ঘিরে চোখে পড়ার মতো মানুষের ভিড়। যেন একটা অদৃশ্য উন্মাদনা। তেঁতুলের স্বাদে ভরা পালস ফিরিয়ে আনল অতীতে টক মিষ্টি স্মৃতি।

আসলে এ বাংলায় প্রতিমা তো পরে আসে, তার আগেই শহরের ভাঁজে ঢুকে পড়ে উন্মাদনা। পালসের ক্যান্ডি মুখে দিতেই এক কলেজ পড়ুয়া বললেন, “আমাদের প্রত্যেকের জীবনেই একটা গোল রয়েছে। সেই লক্ষ্যপূরণ করতে আমরা বদ্ধপরিকর। তাই এই শব্দবন্ধও আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

TV9 বাংলার নিউজ এডিটর আউটপুট সৈকত দাস বলেন, “গত বছর মনে আছে, তেঁতুলের গন্ধ আমাদের স্কুলজীবনকে ফিরিয়ে দিয়েছিল। এবছর তারই একটা এক্সটেনশন। গোল কা মোল দিয়ে আবারও আমাদের স্কুলের কথা মনে করাবে, স্কুলের সামনে তেঁতুলের আচার নিয়ে দাঁড়িয়ে থাকা কাকুর কথা মনে করাবে।”