শিলিগুড়ি: এবার অসহযোগ আন্দোলনের প্রস্তাব বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের বিরুদ্ধে দলকে অসহযোগ আন্দোলনের প্রস্তাব তাঁর। চাপ বাড়াতে শিলিগুড়িতে দিনরাতের ধরনায় প্রস্তুতিতে বিধায়ক। শঙ্কর ঘোষ বলেন, “আমার দলকে আমি জানিয়েছি, ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনের মতো এই সরকারের বিরুদ্ধেও একই ধরনের অসহযোগ আন্দোলন হোক। তার পাশাপাশি দাবি উঠুক, যারা দ্রুত ছাত্রীর দেহ দাহ করেছে, ঘটনাস্থলের ভোল বদলে ফেলেছে। তাদেরও গ্রেফতারের দাবিতে রাজ্যের মানুষের আরও বেশি করে পথে নামা উচিত।”
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
রাজ্যের বিরুদ্ধে শুধু প্রতিবাদ মিছিলেই থেমে থাকতে চায় না বিজেপি। আরও চাপ বাড়ানোর কৌশল তাদের। এবার রাজস্ব আদায়কারি দফতরগুলি অচল করতে দলকে প্রস্তাব দিলেন বিধায়ক শঙ্কর ঘোষ। এছাড়া আন্দোলনের গতি বাড়াতে শিলিগুড়িতে ধরনায়ও বসতে পারেন বিধায়ক। সব ঠিকঠাক থাকলে রবিবার থেকেই দিন ও রাতের ধরনা শুরু হবে। বাঘাযতীন পার্কে ধরনামঞ্চে বসবেন তিনি।
শঙ্কর ঘোষ বলেন, দলকে প্রস্তাব দিয়েছি ব্রিটিশদের বিরুদ্ধে যেভাবে অসহযোগ হয়েছিল, সেভাবেই আমাদের পরবর্তী কর্মসূচি হোক। সরকারি দফতরে অসহযোগ আন্দোলন করতে হবে। এর জেরে রাজস্ব আদায়কারী বিভিন্ন দফতরের বাইরে এই কর্মসূচি চলবে।
আরজি করকাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। বিজেপিও পথে নেমেছে। জেলায় জেলায় কর্মসূচি নিয়েছে তারা। শঙ্কর ঘোষ এদিন বলেন, “আমার রাজনৈতিক জীবনে এই প্রথম দেখলাম মানুষ রাজনৈতিক পতাকা ছাড়া মানুষ অন্যায়ের প্রতিবাদে পথে নেমেছে। এ দৃশ্য দেখে মনে হচ্ছে এর পর পশ্চিমবঙ্গে কোনও অন্য়ায় হওয়ার আগে মানুষ ভাববে। কারণ মানুষও বুঝেছে, অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় না নামলে দুর্বৃত্ত, দুর্নীতিগ্রস্তরা রাজ্য শাসন করবে। ফলে দুর্নীতিগ্রস্তদের সরাতে হলে মানুষের পথে নামা জরুরি।”