Siliguri: পরিত্যক্ত কুয়ো থেকে আসছিল অদ্ভুত আওয়াজ, কাছে যেতেই গ্রামবাসীরা ভয়ে কাঁটা হয়ে গেলেন…
Siliguri: সোমবার ভোরে খাবারের খোঁজে গ্রামে ঢুকে পড়ে ওই পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘটি। খাবার খুঁজতে গিয়ে চিতাবাঘটি গ্রামের একটি শুকনো পরিত্যক্ত কুয়োয় পড়ে যায়। সকালে কুয়ো থেকে অদ্ভুত আওয়াজ বের হতে শুনলে চমকে উঠেন গ্রামবাসীরা।

শিলিগুড়ি: পরিত্যক্ত কুয়োয় পরে গেল পূর্ণবয়স্ক চিতাবাঘ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। সোমবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন দাগাপুরের ডামরাগ্রামে। জানা গিয়েছে, দাগাপুর চা বাগান সংলগ্ন রয়েছে ডামরাগ্রাম চা বাগানটি। এর আগেও দাগাপুর চা বাগান এলাকায় একাধিকবার চিতাবাঘের দেখা মিলেছে।
সোমবার ভোরে খাবারের খোঁজে গ্রামে ঢুকে পড়ে ওই পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘটি। খাবার খুঁজতে গিয়ে চিতাবাঘটি গ্রামের একটি শুকনো পরিত্যক্ত কুয়োয় পড়ে যায়। সকালে কুয়ো থেকে অদ্ভুত আওয়াজ বের হতে শুনলে চমকে উঠেন গ্রামবাসীরা। কুয়োয় চিতাবাঘ দেখে আঁতকে ওঠেন তাঁরা। এরপর খবর দেওয়া হয় বনবিভাগকে।
ঘটনাস্থলে পৌঁছয় ‘মহানন্দা ওয়াইল্ড লাইফ’ বন বিভাগ ও শুকনা স্কোয়াড ও শুকনা রেঞ্জের বনকর্মীরা। ঘটনার স্থলে পৌঁছে বনবিভাগের কর্মীরা প্রথমে চিতাবাঘটিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে অজ্ঞান করে। তারপর পরিত্যক্ত ওই কুয়ো থেকে চিতাবাঘটিকে নিরাপদে উদ্ধার করা হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর উদ্ধার করা সম্ভব হয় চিতাবাঘটিকে। এরপর চিতাবাঘটিকে খাঁচাবন্দি করে মহানন্দা অভয়ারণ্যের নিয়ে যাওয়া হয়। সেখানে উদ্ধার হওয়া চিতাবাঘটিকে প্রাথমিক চিকিৎসার পর গভীর জঙ্গলে ছাড়া হবে।
অন্যদিকে ওই এলাকায় চিতাবাঘ উদ্ধার হওয়ার পর থেকে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে সাধারণ মানুষের জন্য উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয় বন কর্মীদের। রীতিমতো পাঁজাকোলা করে চিতাবাঘকে উদ্ধার করেন বনকর্মীরা। এই বিষয়ে মহানন্দা অভয়ারণ্যের এডিএফও সন্তু দাস বলেন, “মূলত এলাকাটি জঙ্গল ও চা বাগান লাগোয়া। তবে পূর্ণবয়স্ক হওয়ায় ঘুমপাড়ানি গুলি ছুড়ে চিতাবাঘটিকে উদ্ধার করা হয়। তবে চিতাবাঘটি সুস্থ রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর সেটিকে মহানন্দা অভয়ারণ্যের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।”





