
শিলিগুড়ি: হাতে আর ৪৮ ঘণ্টারও কম সময়। শেষবেলায় রাম নবমীর প্রস্তুতিতে কোনও ফাঁকই রাখতে চাইছে না পদ্ম শিবির। শিলিগুড়িতে লক্ষ লোকের শোভাযাত্রা টার্গেট নিয়েই ঝাঁপাচ্ছে বিজেপি। ঝাঁপাচ্ছে আরএসএস-সহ গেরুয়া শিবিরের একাধিক সংগঠন। অন্যদিকে ওই দিনে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় শোভাযাত্রায় অংশগ্রহনকারীদের জল-শরবৎ খাওয়ানোর প্রস্তুতি ঘাসফুলের।
ইতিমধ্যেই গোটা শিলিগুড়ি শহরকে গেরুয়া পতাকায় মুড়ে দেওয়া হয়েছে। চার হাজার ফেস্টুন, প্ল্যাকার্ডে মুড়ে দেওয়া হয়েছে শহরের অধিকাংশ রাস্তা। এলাকায় উড়ছে গেরুয়া পতাকা। সেজে উঠেছে সমস্ত মন্দির৷ বিধায়ক শঙ্কর ঘোষ আবার খোঁচা দিয়েছেন তৃণমূলকে। বলছেন, “আমরা রামভক্ত হিসাবেই মিছিলে থাকব। সাধারণ মানুষ রাস্তায় নামবেন৷ লক্ষ লোকের শোভাযাত্রা হবে৷ বিভিন্ন পাড়া থেকে শোভাযাত্রা হিলকার্ট রোডে এসে মিলিত হবে৷ তৃনমূল আমাদের জল, শরবৎ না খাইয়ে আগে নিজেদের চিত্ত পরিষ্কার করুক। ঘটা করেই শিলিগুড়িতে রামনবমী হবে।” জেলা তৃণমূল মুখপাত্র বেদব্রত দত্ত যদিও বলছেন, “ধর্মের ভিত্তিতে রাজনীতি আমরা করতে চাই না৷ সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আমরা রাস্তায় থেকে পানীয় জল দেব। এছাড়া ব্যক্তিগতভাবে নেতা-কর্মীরা চাইলে মিছিলে যেতেই পারেন।”
অন্যদিকে রাম নবমীর দিন শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ক্যাম্প করবে বাম ছাত্র যুবরা। এসএফআইয়ের দাবি, ধর্মীয় উস্কানি দিয়ে ঝামেলা পাকানোর সম্ভাবনা আছে। আগেও এই নজির রয়েছে। এফএফআই নেতারা বলছেন, তাঁরা ওই দিন শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে থাকছেন। ক্যাম্পও করবেন।