Siliguri: বর্ডার থেকে SSB-র হাতে গ্রেফতার এবার ৬ মায়ানমারের বাসিন্দা
Siliguri: পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে সব রকম প্রস্তুতি নিচ্ছে ভারত। ইতিমধ্যেই সব পাক নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই আবহের মধ্যে এবার ভারত-নেপাল সীমান্তে গ্রেফতার ছয় মায়ানমারের নাগরিক।

শিলিগুড়ি: পহেলগাঁও হামলার পর থেকে তপ্ত পরিস্থিতি। গোটা দেশে শুধু প্রতিবাদের ঝড়। পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে সব রকম প্রস্তুতি নিচ্ছে ভারত। ইতিমধ্যেই সব পাক নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই আবহের মধ্যে এবার ভারত-নেপাল সীমান্তে গ্রেফতার ছয় মায়ানমারের নাগরিক। আধার কার্ডসহ গ্রেফতার হয়েছেন তাঁরা।
এসএসবি সূত্রে খবর, অভিযুক্ত ছ’জন মায়ানমারের বাসিন্দার বয়স পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে। জানা গিয়েছে, তাঁরা ২০২২-২০২৩ সাল নাগাদ কোনও রকম পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করে। অভিযোগ, এরপর তাঁরা দিল্লিতে থেকে ভোটার কার্ড বানায়। শুধু তাই নয়, একজন আবার নকল প্যান কার্ডও বানিয়ে ফেলে। এরপর ধৃতরা নাগাল্যান্ডের একটি কলেজে ডিগ্রি কোর্সে ভর্তি হন।
এরপর অভিযুক্তরা ছুটিতে শিলিগুড়ি বেড়াতে আসে। তখন তারা ভারতীয় ছাত্রদের সঙ্গে একাধিক টিমে ভাগ হয়ে যায়। সেখান থেকে তাঁরা নেপালে প্রবেশের চেষ্টা করেন। তখনই এসএসবি-র হাতে গ্রেফতার হয়। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

