Siliguri: জানেন বাংলার মধ্যেই রয়েছে পাকিস্তান কলোনি, বাসিন্দারা তুললেন বড় দাবি
Siliguri:পুলিশের খাতাতে পাকিস্তান মোড় মদ, গাঁজা, ড্রাগসের কারবারের জন্য কুখ্যাত। এলাকায় কাউকে জিজ্ঞাসা এই কথা তারা একবাক্যে স্বীকার করেন। বিশ্বাস কলোনির বাসিন্দাদের বক্তব্য, মুখে মুখেই এই নাম।

শিলিগুড়ি: পহেলগাঁও ঘটনার পর থেকে যুদ্ধের আবহ তৈরি হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে। ভারত তৈরি হচ্ছে পড়শি দেশকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য। ইতিমধ্যেই পাকিস্তানকে কূটনৈতিকভাবে বয়কট করেছে ভারত। পাকিস্তানের পতাকা পুড়িয়ে চলেছে প্রতিবাদ। এই আবহের মধ্যে এবার নাম বদলের দাবি উঠল শিলিগুড়িতে।
শিলিগুড়ির মাটিগাড়ায় অবস্থিত মোড়ের নাম পাকিস্তান মোড়। কলোনির নাম পাকিস্তান কলোনি। এলাকার বাসিন্দারাই নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন। এলাকার একাংশ বাসিন্দাদের বক্তব্য, খাতায় কলমে এই এলাকার নাম বিশ্বাস পাড়া। তার থেকে তিনশো মিটার এগোলেই একটা মোড়। তার নাম পাকিস্তন মোড়। ভারত-পাক যুদ্ধের আবহে এবার এই এলাকার নামবদলের ডাক দিচ্ছেন বাসিন্দারা।
পুলিশের খাতাতে পাকিস্তান মোড় মদ, গাঁজা, ড্রাগসের কারবারের জন্য কুখ্যাত। এলাকায় কাউকে জিজ্ঞাসা এই কথা তারা একবাক্যে স্বীকার করেন। বিশ্বাস কলোনির বাসিন্দাদের বক্তব্য, মুখে মুখেই এই নাম। গোটা কলোনি এখন পাকিস্তান কলোনি। বিশ্বাস কলোনি নামে কেউ চেনে না। মুখে বলেনও না। স্থানীয় এক ব্যক্তি বলেন, “পাকিস্তান কলোনি বলে। পাকিস্তান মোড় বলে। এই নামটা লোকের দেওয়া। আসল নাম তো ছিল বিশ্বাস কলোনি। আমরা তো চাই নাম বদলে যাক। লোকজন হঠাৎ করেই পাকিস্তান কলোনি বলা শুরু করে। তারপর থেকে চলছে।” পথ চলতি এক বাইক আরোহী বলেন, “আমরা চাই না পাকিস্তান কলোনি বলে চিনুক। বিশ্বাস কলোনি বলে কেউ চেনে না। আমাদের আধার কার্ড-ভোটার কার্ড সব ভারতের অথচ কি না মুখে বলে পাকিস্তান কলোনি।”
এ প্রসঙ্গে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের দাবি, আজ এলাকায় জাতীয় পতাকা লাগিয়ে ভারতমাতার পুজো হবে। আজ থেকে এলাকার নাম দেওয়া হবে ভারত মাতা মোড়। এ নিয়ে বিডিওকেও স্মারক লিপি দেওয়া হবে।

