
দার্জিলিং: এসটিএফের বড়সড় সাফল্য। পুলিশের জালে দুই জাল নোট পাচারকারী। রবিবার মালদার ইংরেজবাজার এলাকায় তল্লাশি চালিয়ে দুই জাল নোট পাচারকারিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১ লক্ষ ৪৮ হাজার টাকার ভারতীয় জাল নোট। ধৃতদের মধ্যে এক জন বিহারের বাসিন্দা, অপরজন মালদার বাসিন্দা।
স্পেশ্যাল টাস্ক ফোর্সের কাছে আগে থেকেই খবর ছিল, সীমান্তে জাল নোট পাচার হচ্ছে। সেই মোতাবেক আগে থেকেই ওঁত পেতে ছিলেন তদন্তকারীরা। রবিবার বিশেষ জায়গায় অভিযান চালান। ওই দুই ব্যক্তিকে ব্যাগ হাতে ঘোরাফেরা করতে দেখা যায়। সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদে সঠিক কোনও উত্তর দিতে না পারায় প্রথমে আটক করা হয় দুজনকে। তাঁদের ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় লক্ষাধিক টাকার জাল নোট।
এরপর গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে। জেরায় জানা গিয়েছে, ওই জাল নোট মূলত বাংলাদেশ থেকে আসছিল। সেটি মালদা হয়ে যাচ্ছিল বিহারে। বিহারের বিভিন্ন জায়গায় ওই জাল নোট ছড়িয়ে দেওয়াই ছিল পরিকল্পনা। সীমান্ত পেরনোর আগেই মালদায় ধরা পড়ে যান তাঁরা। আজ, তাঁদের আদালতে পেশ করা হবে। পুলিশ তাঁদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।
তদন্তকারীদের অনুমান, মালদার সীমান্তে বড় জাল নোট পাচারচক্র সক্রিয়। যা বাংলা হয়ে চলে যাচ্ছে বিহারে। সেক্ষেত্রে একটি বড় চাঁই কাজ করছে এর পিছনে। ধৃতদের জেরা করে এই চক্রের আরও বড় কোনও মাথার হদিশ মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
এদিকে, রবিবারই উত্তরবঙ্গে আরও একটি বড় সাফল্য পায় এসটিএফ। দার্জিলিঙের খড়িবাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে তিন জন মাদক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। তাঁদের কাছ থেকে ২.৮ কেজি মাদক উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।
ধৃতদের মধ্যে দুজন মুর্শিদাবাদের বাসিন্দা এবং ওই মহিলা খড়িবাড়ি এলাকারই বাসিন্দা। জেরায় জানা গিয়েছে, এই মাদক মূলত নেপালে পাচারের পরিকল্পনা ছিল তাঁদের। খড়িবাড়ি এলাকাতেই এসটিএফের জালে ধরা পড়েন তাঁরা।
আরও পড়ুন: Weather Update: বড় খবর! রাজ্যে পড়ল জাঁকিয়ে শীত, তবে আগামী কয়েকদিনে রাজ্যে কী রকম থাকবে আবহাওয়া?