Adenovirus: অ্যাডিনো ভাইরাস পরীক্ষার ব্যবস্থাই নেই উত্তরবঙ্গে! মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়কের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 01, 2023 | 5:46 PM

Adenovirus: বর্তমানে উত্তরবঙ্গে কোনও পরীক্ষাগার নেই যেখানে নমুনা পরীক্ষা হয়, তেমন একটি ল্যাবরেটরি তৈরি করারও দাবি জানিয়েছেন শঙ্কর ঘোষ।

Adenovirus: অ্যাডিনো ভাইরাস পরীক্ষার ব্যবস্থাই নেই উত্তরবঙ্গে! মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়কের
ফাইল ছবি

Follow Us

শিলিগুড়ি: রোগ যদি ধরাই না পড়ে, তাহলে চিকিৎসা করাও কঠিনতর হয়ে ওঠে। শিশুদের স্বাস্থ্য নিয়ে যখন রাজ্য জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে, উত্তরবঙ্গে তখন অ্যাডিনো ভাইরাস (Adenovirus) চিহ্নিত করার কোনও সুযোগ নেই বলেই অভিযোগ উঠল। কলকাতা ও পার্শ্ববর্তী জেলার পাশাপাশি উত্তরবঙ্গেও জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশুই। অভিযোগ উঠেছে, শিশুরা আক্রান্ত হলেও তারা অ্যাডিনো ভাইরাস দ্বারা সংক্রামিত হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। কারণ, নমুনা পরীক্ষার কোনও ব্যবস্থাই নেই। এমনকী নমুনা নাইসেডে পাঠানোর কোনও নির্দেশিকা নেই বলেও অভিযোগ উঠেছে। বুধবারই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ উত্তরবঙ্গের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে।

শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার চন্দন ঘোষ জানিয়েছেন, অনেক শিশুই ভর্তি হচ্ছে হাসপাতালে। শিলিগুড়ি জেলা হাসপাতালের ৪০ বেডের ওয়ার্ড ভর্তি হয়ে গিয়েছে। প্রত্যেকেরই উপসর্গ প্রায় একই। এছাড়া আউটডোরেও বাড়ছে ভিড়। তবে উত্তরবঙ্গে কোথাও নমুনা পরীক্ষা করা হয় না বলেই জানিয়েছেন তিনি।

আর চিকিৎসা পদ্ধতি প্রসঙ্গে তিনি জানান, উপসর্গ চিহ্নিত করেই চিকিৎসা করা হয়।  অ্যান্টিবায়োটিকও সব ক্ষেত্রে জরুরি নয় বলে জানিয়েছেন তিনি।

এদিকে, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আর্জি জানিয়েছেন, যাতে উত্তর বঙ্গে অ্যাডিনো পরিস্থিতির দিকে নজর দেওয়া হয়। তাঁর দাবি, নমুনা সংগ্রহ করে কলকাতায় পাঠিয়ে পরীক্ষা করার ব্যবস্থা করতে হবে, উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে পর্যাপ্ত টেস্ট কিট পাঠাতে হবে। বর্তমানে উত্তরবঙ্গে কোনও পরীক্ষাগার নেই যেখানে নমুনা পরীক্ষা হয়, তেমন একটি ল্যাবরেটরি তৈরি করারও দাবি জানিয়েছেন শঙ্কর ঘোষ। তবে কলকাতায় আপাতত নমুনা পরীক্ষা করার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।

Next Article