CM Mamata Banerjee: ‘ঘুরিয়ে সুপার এমারজেন্সি করেছেন’, ফের SIR নিয়ে বিজেপিকে তুলোধনা মমতার

SIR in Bengal: বিগত কয়েক মাসে রাজ্যের নানা প্রান্তে লাগাতার এসেছে মৃত্যুর খবর। জুড়ে গিয়েছে এসআইআর তত্ত্ব। আতঙ্কের আবহে এসেছে আত্মহত্যার খবরও। কিন্তু এত মৃত্যুর মধ্যেও নির্বাচন কমিশন কেন কোনও শোকবার্তা দিল না সেই প্রশ্নও তোলেন মমতা।

CM Mamata Banerjee: ‘ঘুরিয়ে সুপার এমারজেন্সি করেছেন’, ফের SIR নিয়ে বিজেপিকে তুলোধনা মমতার
ফের আক্রমণে মমতা Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Nov 10, 2025 | 6:49 PM

শিলিগুড়ি: “পরিষ্কার বলছি এই দু’মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ সম্ভব নয়।” উত্তরকন্যার প্রশাসিনক বৈঠক থেকে সাফ বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোপের পর তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে। কেন অসমে হচ্ছে না, সেই প্রশ্নও শোনা গেল মমতার মুখে। মমতার দাবি, ভোটে না পেরে ঘোঁট পাকানো হয়েছে, ঘুরিয়ে সুপার এমারজেন্সি করা হয়েছে। 

এদিন প্রশাসনিক বৈঠক থেকে ফের একবার এসআইআরের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, “গায়ের জোরে বিজেপির কথা মতো করা হচ্ছে। আমি মনে করি বিজেপির বিচার পাওয়ার অধিকার রয়েছে। সেই জন্য দুবছর সময় নিয়ে করা হোক। ভোটে জিততে পারে না, তাই এক ঘোঁট করা হচ্ছে। নোটবন্দীর মতো মানুষকে এসআইআর বন্দী করে, তাঁর অধিকারকে তালা দিয়ে রেখে ভাবছে পগার পার হবে হবে। পগার পার তো তাদের এমনিই হতে হবে।” তাঁর সাফ কথা বাংলার মানুষ এটা কোনওভাবেই ক্ষমা করবে না। 

কেন এত দ্রুত এসআইআর প্রক্রিয়া সম্ভব নয় তাঁর ব্যখ্যা দিতে গিয়ে রীতিমতো উদ্বেগের সুরে মমতা বলেন, “আজকে নভেম্বরের ১০ তারিখ। ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা হবে। তাহলে সময় পেলেন কদিন? এর মধ্যে আপনাকে বাড়ি বাড়ি যেতে হবে। অনেক লোক নাম লেখাতে পারবে না। অনেকের নাম ড্রাফট লিস্ট থেকে বাদ দেওয়া হবে। তাঁরা আবার ফিলাপ করবে। সেখান থেকে আবার বাদ দেওয়া হবে। এই তিন মাস সরকার যাতে কাজ করতে না পারে সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমারজেন্সি করেছেন। অফিসারদের আটকে রেখেছেন এই কাজে।” 

এদিকে বিগত কয়েক মাসে রাজ্যের নানা প্রান্তে লাগাতার এসেছে মৃত্যুর খবর। জুড়ে গিয়েছে এসআইআর তত্ত্ব। আতঙ্কের আবহে এসেছে আত্মহত্যার খবরও। কিন্তু এত মৃত্যুর মধ্যেও নির্বাচন কমিশন কেন কোনও শোকবার্তা দিল না সেই প্রশ্নও তোলেন মমতা। অসম প্রসঙ্গ টেনে তীব্র কটাক্ষের সুরে বলেন, “সবার ভোটে নাম থাকার অধিকার আছে। কারণ তাঁরা এ রাজ্যের বৈধ ভোটার। আপনারা যত আমাদের আঘাত করবেন তত আমরা প্রত্যাঘাত করব। ১৪ জন মারা গিয়েছে কিন্তু নির্বাচন কমিশন থেকে কোনও শোকবার্তা দেওয়া হয়েছে? কেন অসমে হচ্ছে না এসআইআর? হলেই তো হারবে। তিনটে বিরোধী রাজ্যে হচ্ছে। কিন্তু ডাবল ইঞ্জিন সরকারের কাছে হচ্ছে না। তার জন্য নাকি আলাদা আইন? কেন হবে?”