শিলিগুড়ি: শিলিগুড়িতে পৌরনিগমের মেয়র পারিষদকে গ্রেফতারের দাবিতে নজিরবিহীনভাবে প্রধান নগর থানা ঘেরাও তৃণমূলের শ্রমিক সংগঠনের। প্রকাশ্যে দলের দুই গোষ্ঠীর কাজিয়া। তাতেই অস্বস্তিতে শাসকদল। মেয়র পারিষদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগে সরব শ্রমিক নেতারা৷ পাল্টা সরব মেয়র পারিষদ দিলীপ।
সাম্প্রতিককালে বেশ কিছু সময় ধরেই শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ দিলীপ বর্মনের বিরুদ্ধের দলের শ্রমিক সংগঠনের ক্ষোভ বাড়ছিল। এবার তা একেবারে আন্দোলনের চেহারা নেয়। এদিন থানা ঘেরাও করে দিলীপকে গ্রেফতারের দাবি তুললেন তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মীরা। আন্দোলনকারীদের অভিযোগ, রেগুলেটেড মার্কেটে টাকার বিনিময়ে শ্রমিকদের বসাচ্ছেন দিলীপ। ইউনিয়নের সঙ্গে আলোচনা করছেন না। বাধা দিলে মারধর পর্যন্ত করা হচ্ছে। এমনকী ওই মেয়র পারিষদ পুলিশ লেলিয়ে দিচ্ছেন শ্রমিক ইউনিয়নের নেতাদের বিরুদ্ধেই।
এ নিয়ে এদিন উত্তাল হয়ে ওঠে রেগুলেটেড মার্কেট। প্রধান নগর থানা ঘেরাও, অবরোধ চলতে থাকে। দিলীপকে গ্রেফতারের দাবিতে চলে স্লোগান। অন্যদিকে দিলীপ বলেন, “আন্দোলনকারীরাই নানা অনৈতিক কাজ করছে। আমিও তৃণমূল কাউন্সিলর, মেয়র পারিষদ। যা করছি দলের স্বার্থেই করছি। কিন্তু ওই গোষ্ঠী আমাকে হেনস্থা করছে।” ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।