শিলিগুড়ি: হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে বগটুই ‘হত্যাকাণ্ড’-এর তদন্ত শুরু করেছে সিবিআই। অতি সম্প্রতি এ রাজ্যের একাধিক মামলায় সিবিআই তদন্ত বা সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে আদালত। সেসব ক্ষেত্রে রাজ্যকে চ্যালেঞ্জের পথে হাঁটতেও দেখা গিয়েছে। বগটুইয়ের ক্ষেত্রেই তার ব্যতীক্রম হল। প্রথম থেকেই রাজ্য জানিয়ে দিয়েছে, সিবিআই তদন্তে যদি ঘটনার আসল কারণ উঠে আসে তা হলে এই তদন্তই হোক। কোনওরকম চ্যালেঞ্জের পথে যাবে না তারা। তবে রবিবার এই সিবিআই তদন্ত নিয়ে প্রকাশ্যে প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, তদন্তে সবরকম সহযোগিতাই রাজ্য করবে। তবে কেন্দ্রীয় সংস্থার তদন্ত যদি কোনও রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হয় তা হলে পথে নামবে তৃণমূল। একইসঙ্গে শিলিগুড়ির উত্তরা ময়দানের অনুষ্ঠান মঞ্চ থেকেই মমতা মনে করান সিবিআইয়ের ‘ব্যর্থতা’র নমুনাও অতীতে দেখা গিয়েছে। তা শান্তিনিকেতন থেকে নোবেল চুরি হোক কিংবা নন্দীগ্রামের ঘটনা।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি মানছি পুলিশের ভুল ছিল প্রথমে। খুন হওয়ার পর ওদের আশঙ্কা করা উচিৎ ছিল কিছু একটা ঘটতে পারে। পুলিশের ভুল আছে, আমরা তার জন্য ব্যবস্থাও নিয়েছি। রামপুরহাটের ঘটনা ঘটার পর আমাদের সিট অনেক কাজ করেছিল। সিবিআই করেছে, ভাল করেছে। সিবিআই কাজটা করুক, আমাদের সহযোগিতা থাকবে। কিন্তু এটা না করে যদি বিজেপি, সিপিএম, কংগ্রেসের কথামত অন্য কাজ করতে যায়, তা হলে রাস্তায় আন্দোলনে আমরাই আবার নামব। কারণ আমি দেখেছি নোবেল পুরস্কার চুরির পর সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়, আজ পর্যন্ত বিচার হয়নি। নন্দীগ্রামে ১৪ জনের গণহত্যা হয়েছিল, সিবিআইকে দেওয়া হয়েছিল আজ পর্যন্ত বিচার হয়নি। নেতাইয়ে ৭ জন মারা গিয়েছিল। সিবিআই কিছু করতে পারেনি। সিঙ্গুরে তাপসী মালিককে পুড়িয়ে মারার ঘটনায় আজ পর্যন্ত বিচার হয়নি।” মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, “আজ পাড়ায় পাড়ায় দু’টো ক্লাবের ঝামেলা হলেও বলছে সিবিআই চাই। দাদু নাতনির গন্ডগোল হল কী মা মেয়ের ঝামেলা হল বলছে সিবিআই চাই। ওদের জিজ্ঞাসা করুন আর কত নিচে নামবে?”
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে গত কয়েকদিনে একাধিকবার সুর চড়িয়েছে বাম, কংগ্রেস, বিজেপি। বাংলায় আইনের শাসন নেই বলে দাবি তাদের। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, এসব করে তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বিরোধীরা। বাংলার বদনাম করতে চাইছে। শিলিগুড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, উন্নাও, হাথরস কিংবা লখিমপুরের মতো নৃশংস ঘটনায় কেন সিবিআই তদন্ত দেওয়া হল না। মুখ্যমন্ত্রী বলেন, “উন্নাওয়ে একটা মেয়ে সাক্ষী দিয়ে বেরোচ্ছিল তাঁকে জীবন্ত রাস্তায় জ্বালিয়ে দিল। সেও সংখ্যালঘু ঘরের মেয়ে ছিল। আপনারা তখন ক’টা সিবিআই করেছিলেন? কী বিচার দিয়েছিলেন? উত্তর প্রদেশের হাথরসে যে মারা গেল, কী বিচার করেছিলেন? ক’টা সিবিআই হয়েছিল? লখিমপুরে কৃষকরা আন্দোলন করছে, মন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে মেরে দিল। বিচার হল? অসমে এনআরসি নিয়ে, এনপিআর নিয়ে কত লোক মারা গেলেন, কেউ বিচার পাননি।”
এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রী তো মেনে নিয়েছেন সিট যে ব্যর্থ। সিট উনি গঠন করেছেন, অথচ কাকে গ্রেফতার করবে সেটাও ওনাকে বলতে হচ্ছে। আর উন্নাও হাথরসেও আমরা একই কথা বলেছি। ওখানে অন্যায় হয়েছে। তবে উনি কেন বলতে পারছেন না যে রামপুরহাটেও অন্যায় হয়েছে?” অন্যদিকে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “উনি রাস্তায় নামবেন নাকি পুকুরে নামবেন সেটা বড় কথা নয়। তবে পুলিশের উপরে দোষ চাপিয়ে আড়াল করার চেষ্টা করলে চলবে না। ওনার পার্টির সিস্টেম এর জন্য দায়ী। পুলিশকে পঙ্গু করে রাখা হয়েছে। পুলিশ ব্যবস্থা নেবে কী করে?”