Siliguri Mahakuma Parishad: জিতলে সভাধিপতি হতেন কাজলই, বিজেপির অজয়ের কাছে হারতে হল মহকুমা পরিষদে

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jun 29, 2022 | 10:11 PM

Siliguri: স্থানীয় তৃণমূলের একাংশ অবশ্য বলছেন, এই হারের পিছনে দলীয় কোন্দল অনুঘটকের কাজ করেছে। এমনও শোনা যাচ্ছে, কাজল প্রার্থী হওয়ায় এলাকায় একটা মন কষাকষি ছিল

Siliguri Mahakuma Parishad: জিতলে সভাধিপতি হতেন কাজলই, বিজেপির অজয়ের কাছে হারতে হল মহকুমা পরিষদে
বাঁদিকে অজয় ওঁরাও। ডানদিকে কাজল ঘোষ।

Follow Us

শিলিগুড়ি: জিতলে মহকুমা পরিষদের সভাধিপতি হতেন তিনিই। অন্তত জল্পনা তেমনটাই ছিল। কিন্তু শেষ অবধি ঘুরল খেলা। শিলিগুড়ি মহকুমা পরিষদে তৃণমূলের জয়জয়কার হলেও খড়িবাড়ি ব্লকের বিন্নাবাড়ি-রানিগঞ্জ ৫ নম্বর আসনে হারতে হল তৃণমূল প্রার্থী কাজল ঘোষকে। হারলেন বিজেপির অজয় ওঁরাওয়ের (নিষ্টু) কাছে। অজয় ওঁরাওয়ের প্রাপ্ত ভোট ১৭ হাজার ৪৭৩। সেখানে কাজল ঘোষের প্রাপ্ত ভোট ১৫ হাজার ৯২১। কাজল ঘোষ সে অর্থে শিলিগুড়ির ডাকসাইটে নেতা। তাঁর কাছে বিজেপির প্রার্থী কার্যত অনামী। তারপরও এই হার নিয়ে উঠছে প্রশ্ন।

স্থানীয় তৃণমূলের একাংশ অবশ্য বলছেন, এই হারের পিছনে দলীয় কোন্দল অনুঘটকের কাজ করেছে। এমনও শোনা যাচ্ছে, কাজল প্রার্থী হওয়ায় এলাকায় একটা মন কষাকষি ছিল। তাঁকে ঘিরে এলাকায় বিক্ষোভও হয়। রাজনৈতিক মহলের একাংশ বলছেন, দলীয় ক্ষোভ বিক্ষোভেই হারতে হল তাঁকে। গোটা মহকুমায় বিপুলভাবে তৃণমূল জিতলেও জয় অধরা রইল কাজলের।

শিলিগুড়ি মহকুমা পরিষদের মধ্যে গ্রামপঞ্চায়েতে মোট আসন ২২টি। এরমধ্যে তৃণমূল পেয়েছে ১৯টি। ত্রিশঙ্কু ৩। পঞ্চায়েত সমিতিতে ৬৬ টি আসনের মধ্যে তৃণমূল ৫৪টি, বিজেপি ১০টি, নির্দল ২টি আসন পেয়েছে। মহকুমা পরিষদের ৯টি আসনের মধ্যে তৃণমূল ৮টি, বিজেপি ১টি পেয়েছে। এই জয় নিয়ে আসানসোল থেকে সন্তোষ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথমবার শিলিগুড়ি মহকুমা পরিষদ দখলে পেল তৃণমূল। গত পাঁচ বছর এই বোর্ড সামলেছে বামেরা। এবার সেখানে ঘাসফুলের দোলা। মহকুমা পরিষদে তৃণমূলের জয়জয়কার। বোর্ড গড়বে তারাই। কে হন মহকুমা পরিষদের সভাধিপতি, এখন তা নিয়ে জোর চর্চা ওয়াকিবহাল মহলে।

Next Article