Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বদলে গিয়েছে মৃতদেহ’! দাহ করার আগের মুহূর্তে ফোন হাসপাতালের, অতঃপর…

দাহ করার আগের মুহূর্তে জানা গেল দেহ বদলের কথা। অন্যের দেহ এনে নিজের পরিবারের সদস্যের দেহর অপেক্ষায় বসে থাকতে হল এক পরিবারকে। অপরদিকে, আরেক পরিবার রওনা দিল অপেক্ষারত পরিবাহের দেহ সঙ্গে নিয়ে।

'বদলে গিয়েছে মৃতদেহ'! দাহ করার আগের মুহূর্তে ফোন হাসপাতালের, অতঃপর...
মেয়ের মৃতদেহ পুঁতে দিলেন বাবা (প্রতীকী চিত্র)
Follow Us:
| Updated on: Mar 05, 2021 | 12:01 AM

হুগলি: এয়ারপোর্ট বা রেল স্টেশনে মালপত্র বদলে যাওয়ার ঘটনা অহরহ ঘটে থাকে। তবে এ বার গোটা মৃতদেহই বদলে গেল হাসপাতালে। শেষ পর্যন্ত দাহ করার আগের মুহূর্তে জানা গেল দেহ বদলের কথা। অন্যের দেহ এনে নিজের পরিবারের সদস্যের দেহর অপেক্ষায় বসে থাকতে হল এক পরিবারকে। অপরদিকে, আরেক পরিবার রওনা দিল অপেক্ষারত পরিবাহের দেহ সঙ্গে নিয়ে। ঘটনার জেরে মারাত্মক ভোগান্তির শিকার হন উভয় মৃতের পরিবার। ঘটনার কারণে আঙুল উঠতে শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষের দিকে।

সূত্রের খবর, দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে বুধবার মৃত্যু হয় পরেশ সামন্ত নামে এক বৃদ্ধের। দিন ১৫ আগে দুর্গাপুরের ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৮০ বছর বয়সী পরেশ সামন্ত। ব্রেন টিউমার অপারেশন হয়েছিল তাঁর। অস্ত্রোপচারের পর বুধবার রাতে মৃত্যু হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় মৃতদেহ প্যাকেটে মুড়ে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

দুর্গাপুর থেকে বৃদ্ধের মৃতদেহ নিয়ে হুগলির ত্রিবেনী শ্মশান ঘাটে নিয়ে আসে পরেশের পরিবার। কিন্তু, দাহ করতে যাওয়ার সময়ই দুর্গাপুর হাসপাতাল থেকে ফোন আসে মৃতের ছেলের কাছে। জানানো হয়, যেই মৃতদেহ সামন্ত পরিবার ত্রিবেনীতে দাহ করতে নিয়ে এসেছে, তা পরেশের নয়! মৃতদেহটি ধানবাদের এক মৃত ব্যক্তির। তাঁর সঙ্গে বদল হয়ে গিয়েছে পরেশের মৃতদেহ।

আরও পড়ুন: ভোটে লড়বেন না তৃণমূলের সবচেয়ে ধনী বিধায়ক, নিজেই জানালেন ফেসবুকে

সূত্রের খবর, ওই হাসপাতালে ধানবাদের এক রোগীর মৃত্যু হয় একই সময়ে। সেই মৃতদেহ পরেশ সামন্তর পরিবারকে ভুলবশত দিয়ে দেওয়া হয়। এর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির দিকেই আঙুল তুলেছে পরেশের পরিবার। রাতেই দুর্গাপুর থেকে ত্রিবেনীর উদ্দেশ্যে পরেশ সামন্তর মৃতদেহ নিয়ে রওনা দেন ধানবাদের মৃতের পরিবারে সদস্যরা। গভীর রাত পর্যন্ত ত্রিবেনী বাস স্ট্যান্ডে সেই অপেক্ষায় বসে থাকে পরেশ সামন্তর পরিবার।

আরও পড়ুন: ‘মমতার বিরুদ্ধে লড়তে তৈরি’, শুভেন্দু জানালেন শাহ-নাড্ডাকে