Gangarampur: রাতভর নিখোঁজ ডেলিভারি বয়, থানায় থানায় ঘুরছেন বাবা

Rupak Sarkar | Edited By: সায়নী জোয়ারদার

Sep 29, 2023 | 8:12 PM

Gangarampur: বৃহস্পতিবার সকালের ঘটনা। প্রত্যেকদিনের মতো এদিনও বাড়ি থেকে কাজে বের হন সুরজিৎ। পুজোর সময় এমনিতেই কাজের ভীষণ চাপ। যে ক্যুরিয়ার সংস্থায় কাজ করেন, সেই অফিসে গিয়ে মাল নিয়ে ডেলিভারি দেন রোজই। এদিনও তাই করেছিলেন। ব্যাগ ঠেসে জিনিস নিয়ে অফিস থেকে বেরোন।

Gangarampur: রাতভর নিখোঁজ ডেলিভারি বয়, থানায় থানায় ঘুরছেন বাবা
গঙ্গারামপুরের সুরজিৎ বর্মন।
Image Credit source: TV9 Bangla

Follow Us

গঙ্গারামপুর: কাজে বেরিয়ে নিখোঁজ ডেলিভারি বয়। রাতভর নিখোঁজ। শুক্রবার বেলা অবধি মেলেনি সন্ধান। এদিন গঙ্গারামপুর থানায় অভিযোগও দায়ের করেছে পরিবার। গোটা ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। নিখোঁজ ওই যুবকের নাম সুরজিৎ বর্মন (২৮)। গঙ্গারামপুরের ইন্দ্রনারায়ণপুর কলোনি এলাকায়। ওই যুবক একটি বেসরকারি ক্যুরিয়ার কোম্পানিতে ডেলিভারি বয়ের কাজ করত।

বৃহস্পতিবার সকালের ঘটনা। প্রত্যেকদিনের মতো এদিনও বাড়ি থেকে কাজে বের হন সুরজিৎ। পুজোর সময় এমনিতেই কাজের ভীষণ চাপ। যে ক্যুরিয়ার সংস্থায় কাজ করেন, সেই অফিসে গিয়ে মাল নিয়ে ডেলিভারি দেন রোজই। এদিনও তাই করেছিলেন। ব্যাগ ঠেসে জিনিস নিয়ে অফিস থেকে বেরোন। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও বাড়ি না ফেরায় ঘরবাহির করতে থাকেন বাড়ির লোকেরা। একাধিকবার ফোনে চেষ্টা করলেও যোগাযোগ করতে পারেননি। বারবারই মোবাইল ফোনের সুইচ অফ বলছিল। রাতভর দু’চোখের পাতা এক করেননি পরিবারের লোকেরা। এরপর শুক্রবার সকালে গঙ্গারামপুর থানায় যান।

নিখোঁজ যুবকের বাবা শম্ভুনাথ বর্মনের বক্তব্য, “গঙ্গারামপুর থেকে দুপুর দেড়টা নাগাদ মাল নিয়ে বেরিয়ে যায়। হরিরামপুরে জিনিস ডেলিভারিও দেয়। এরপর থেকে আর খোঁজ নেই। আমরা রাতেই হরিরামপুর, কুশমুণ্ডি, ইটাহার থানায় যাই। এদিক ওদিকও খোঁজ করি। খবর পাইনি। আজ গঙ্গারামপুর থানায় আসি।”

অন্যদিকে সুরজিতের সঙ্গেই কাজ করেন ধনঞ্জয় বর্মন। তিনি জানান, প্রায় ২ লক্ষ টাকার মাল নিয়ে হরিরামপুরে গিয়েছিলেন সুরজিৎ। বিকেল ৫টার পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। অফিস থেকে বহুবার ফোন করলেও ফোন বন্ধ ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Next Article