কলকাতা: বিধানসভা ভোটের আগে রাজ্যের শাসক দল নিয়ে এসেছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। আর এই কর্মসূচির লম্বা লাইনে রাজ্যবাসীদের মধ্যে অধিক চর্চিত একটি প্রকল্প রাজ্য সরকারের ‘স্বাস্থ্য সাথী’ (Swasthya Sathi)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন প্রত্যেক রাজ্যবাসীই ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পে নিজেদের সংযুক্ত করতে পারেন। কার্যত তারপরই ‘স্বাস্থ্য সাথী’ কার্ডে আবেদনের হিড়িক পড়ে গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধাগুলি…
* পরিবারপিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ পাওয়া যাবে এই প্রকল্পে।
* প্রাথমিক সুরক্ষায় ‘ইনস্যুরেন্স মোডে’ বছরে দেড় লক্ষ টাকা পেতে পারেন।
* ‘স্বাস্থ্য সাথী’ স্মার্ট কার্ডের মাধ্যমে বিনা নগদ লেনদেনে কোনও কাগজপত্র ছাড়াই বিমার সুবিধা পাওয়া সম্ভব।
* পরিবারের প্রত্যেক ব্যক্তিই ‘স্বাস্থ্য সাথীর’ সুবিধা পাবেন। পরিবারের বিশেষভাবে সক্ষম সদস্যরাও এই প্রকল্পের আওতায়।
* রাজ্যের সরকারি হাসপাতাল ছাড়াও বিভিন্ন বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথীর সুবিধা পাওয়া যায়। রাজ্য ও ভিন রাজ্য মিলিয়ে ১৫০০ টি নির্ধারিত হাসপাতাল এই প্রকল্পের আওতায়।
* সব ধরনের রোগই এই প্রকল্পের আওতায়।
* যাঁদের হাতে এখনও স্বাস্থ্য সাথী কার্ড নেই তাঁরা এখন স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আসতে পারবেন।
* যদি রাজ্য সরকারের হেলথ স্কিম বা কেন্দ্রীয় সরকারের হেলথ স্কিমের আওতায় না থাকেন এবং ইসিআই-সহ সরকারি কোনও পূর্ববর্তী স্বাস্থ্য বিমা না থেকে থাকে তাহলে স্বাস্থ্য সাথীর জন্য আবেদন করতে পারেন।
* সরকার বা সরকারি সংস্থার বেতনভুক কোনও কর্মচারী যদি চিকিৎসা ভাতার আওতায় না থাকেন তাহলেও তিনি ও তাঁর পরিবার স্বাস্থ্য সাথী প্রকল্পে আবেদন করতে পারেন।
আরও পড়ুন: জিজ্ঞাসা: বিবাহযোগ্যাদের এককালীন ২৫ হাজার টাকা দেবে রাজ্য সরকার, কীভাবে আবেদন করবেন, জানুন
* আবেদনকারীকে তাঁর ও পরিবারের সকল সদস্যের নাম ঠিকানা দিয়ে ফর্ম বি পূরণ করতে হবে।
* মোবাইল নম্বর দিতে হবে। তাহলে ‘স্বাস্থ্য সাথী’ সংক্রান্ত এসএমএস পাবেন।
* ফর্মের সঙ্গে খাদ্যসাথী বা আধার কার্ড কিংবা সমগোত্রীয় কোনও সচিত্র পরিচয়পত্র জমা দিতে হবে।
* এসএমএস অ্যালার্ট: হাসপাতালে ভর্তি হওয়া থেকে ছাড়া পাওয়া পর্যন্ত সুবিধাভোগী এসএমএসে সব তথ্য পাবেন।
* ‘স্বাস্থ্য সাথী’ মোবাইল অ্যাপ: যে কোনও তথ্যের জন্য গুগল প্লে স্টোর থেকে স্বাস্থ্য সাথী অ্যাপ ডাউনলোড করতে পারেন উপভোক্তা।
* হেল্পলাইন নম্বর: সব সময়ের জন্য উপলব্ধ রয়েছে হেল্পলাইন নম্বর ১৮০০৩৪৫৫৩৮৪।
* ছাড়া পাওয়ার পর পরিবহণ: হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও সরকারি হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার টাকা দেয় রাজ্য সরকার।
* ওয়েবসাইট: সব ধরনের তথ্যের জন্য রয়েছে রাজ্য সরকারের ওয়েবসাইট swasthyasathi.gov.in
আরও পড়ুন: জিজ্ঞাসা: টেট উত্তীর্ণদের নিয়োগ নিয়ে নবান্নের বিজ্ঞপ্তি, জেনে নিন পুঙ্খানুপুঙ্খ তথ্য