Love affair: ১৫ বছরের ছোট প্রেমিকের টানে স্বামী-সন্তান ছেড়ে ভিন জেলায় পাড়ি মহিলার

২৫ বছরের যুবকের প্রেমের টানে স্বামী, সন্তান ছেড়ে সবংয়ে এলেন ডায়মন্ড হারবারের চল্লিশোর্ধ্ব গৃহবধূর

Love affair: ১৫ বছরের ছোট প্রেমিকের টানে স্বামী-সন্তান ছেড়ে ভিন জেলায় পাড়ি মহিলার
প্রতীকী ছবি।

| Edited By: Sukla Bhattacharjee

Mar 20, 2023 | 12:07 AM

সবং: ‘প্রেমে পড়তে লাগে না বয়স…।’ প্রেমিক বা স্বামীর বয়স প্রেমিকা বা স্ত্রীর থেকে বড় হবে। সাধারণত সমাজে এমনই ধারণা বদ্ধমূল রয়েছে। যদিও বর্তমানে এর উল্টো উদাহরণও অজস্র দেখা যায়। কিন্তু, তাই বলে ১৫ বছরের বড় প্রেমিকা! তাও আবার দুই সন্তানের মা! শুনেই কপালে চোখ ওঠার জোগাড় হলে বাস্তবে এমনই ঘটনার সাক্ষী হল পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) সবং। প্রেমিকের টানে একেবারে স্বামী, দুই সন্তানকে ছেড়ে কয়েকটি জেলা পেরিয়ে সবংয়ে চলে আসেন বছর ৪০-এর দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের (Diamond Harbour) গৃহবধূ।

যদিও প্রেমিকের টানে স্বামীর ঘর ছাড়লেও এখনই নতুন ঘর বাঁধা সম্ভব হল না ডায়মন্ড হারবারের গৃহবধূর। সমাজের চাপে ও পুলিশের হস্তক্ষেপে অবশেষে ফিরে গিয়েছেন তিনি। তবে তাঁকে একবারে ফিরিয়ে দেননি সবংয়ের (Sabang) বছর ২৫-র ওই রোমিও। বলা যায়, কিছুটা সময় নিয়েছে।

ঠিক কী ঘটেছিল?
জানা গিয়েছে, প্রেমের টানে শনিবার স্বামীর ঘর, সংসার, দুই সন্তান ছেড়ে সবংয়ের যুবকের কাছে দৌড়ে আসেন ডায়মন্ড হারবারের গৃহবধূ। নাম, ঠিকানা খুঁজে-খুঁজে একেবারে প্রেমিকের বাড়িতে পৌঁছে যান তিনি। ওই যুবকের সঙ্গে তাঁর কেবল প্রেমের সম্পর্ক নয়, বিয়েও হয়েছিল বলে দাবি জানান গৃহবধূ। যা শুনে হতবাক সকলেই। কিন্তু, শাঁখা-সিঁদুর পরা মাঝবয়সি মহিলাকে ওই ছেলের স্ত্রী হিসাবে মেনে নিতে পারেননি যুবকের পরিবার থেকে প্রতিবেশী। তাঁদের মাধ্যমেই খবর পৌঁছয় সবং থানায়। তারপর পুলিশ এসে ওই মহিলা ও যুবককে সবং থানায় নিয়ে যায়।

পুলিশের কাছে ওই মহিলা জানিয়েছেন, বছর খানেক আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ হয় সবংয়ের ওই যুবকের সঙ্গে তাঁর আলাপ হয়। সেখান থেকেই ধীরে-ধীরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৪০ বছরের দুই সন্তানের মায়ের দাবি, ওই যুবক তাঁকে বিয়েও করেছেন। যুবকও ঘটনাটি অস্বীকার করেননি। তবে তাঁরা আদতে কী করবেন, তা এখনও স্পষ্ট নয়। দু-পক্ষই পুলিশের কাছে সময় নিয়েছে এবং আলোচনার পর সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।

তবে শনিবার রাতটা ‘রোমিও’-র বাড়িতেই কাটান ‘জুলিয়েট’। তারপর ভবিষ্যৎ সম্পর্কে প্রেমিককে কিছুটা ভাবার সময় দিয়ে রবিবার সকালে স্বামীর ঘরেই ফিরে যান ওই মহিলা। আপাতত ফিরে গেলেও ভালবাসারই জয় হবে বলে নিশ্চিত দুই সন্তানের মা।