AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

খালি পড়ে রয়েছে চেয়ার, বেপাত্তা জেলা সভাপতি! ‘মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তৃণমূল’, সাফাই বিজেপির

বিজেপির দলীয় সূ্ত্রে খবর, ২০১৮ সালে বর্ধমান শহরে পুলিশের দিকে ইঁট ছোড়ার ঘটনায় কৃষ্ণ ঘোষের নামে ওয়ারেন্ট বের হয়। সেই জন্যই আপাতত 'গা-ঢাকা' দিয়েছেন তিনি।

খালি পড়ে রয়েছে চেয়ার, বেপাত্তা জেলা সভাপতি! 'মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তৃণমূল', সাফাই বিজেপির
ছবির বাঁদিকে, খালি চেয়ার, ডানদকিে কৃষ্ণ ঘোষের ছবি, নিজস্ব চিত্র
| Updated on: Jun 12, 2021 | 5:05 PM
Share

পূর্ব বর্ধমান: বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই দেখা নেই পূর্ব বর্ধমানের বিজেপি জেলা সভাপতি কৃষ্ণ ঘোষের। প্রায় একমাস ধরে কাটোয়ার দলীয় কার্যালয়েও দেখা যাচ্ছে না তাঁকে। কোথায় গিয়েছেন, কবে ফিরবেন কেউ জানেনা। দলের কাজে বিভিন্ন প্রয়োজনে কার্যালয়ে দেখা করতে এসে ফিরে যেতে হচ্ছে দলীয় নেতা কর্মীদের।

বিধানসভা ভোটের পর থেকেই শিবির বদলে ঘাসফুলে যাওয়ার হিড়িক উঠেছে। সম্প্রতি, তৃণমূলে ফিরে গিয়েছেন হেভিওয়েট নেতা মুকুল রায়। সেই সময়ে জেলা সভাপতির এইভাবে প্রায় একমাসের কাছাকাছি নিরুদ্দেশ হয়ে থাকার পেছনে কী দলবদলের সম্ভাবনাই পোক্ত হচ্ছে? উত্তরে, জেলা কোষাধক্ষ্য় প্রদীপ কুণ্ডু বলেন, “দলবদলের কোনও সম্ভাবনা নেই। জেলা সভাপতি ভার্চুয়ালি যোগাযোগ রাখছেন। তাঁর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। তৃণমূল মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। থানায় হাজিরা দিতে বলেছিল। হাজিরা না দেওয়ায় ওয়ারেন্ট বের করে পুলিশ। তাই আপাতত তিনি কার্যালয়ে আসছেন না। তবে কোথায় আছেন আমরা কেউ জানি না। নানাজনে নানা কথা বলছে।” প্রায় একই কথা জানিয়েছেন, বিজেপি জেলা কো-কনভেনর সূর্যকান্ত ঘোষ।

বিজেপির দলীয় সূ্ত্রে খবর, ২০১৮ সালে বর্ধমান শহরে পুলিশের দিকে ইঁট ছোড়ার ঘটনায় কৃষ্ণ ঘোষের নামে ওয়ারেন্ট বের হয়। সেই জন্যই আপাতত ‘গা-ঢাকা’ দিয়েছেন তিনি। তবে শুধু জেলা সভাপতি নন, দলীয় কাজে বিশেষ দেখা মিলছে না সহ-সভাপতিরও। যদিও, জেলা সহ-সভাপতি অনিল দত্ত জানিয়েছেন, ভোট পরবর্তী সন্ত্রাসের জেরে দলের অনেক কর্মী ঘরছাড়া। তাঁদের ঘরে ফেরানোর জন্যই মূলত ব্যস্ত তিনি।

যদিও তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্য়ায়ের দাবি, দলের টাকা তছরূপের কারণে হিসেব দিতে পারেননি জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ। সেই জন্য়েই আপাতত, ‘গা-ঢাকা’ দিয়ে আছেন।

আরও পড়ুন: ‘বিতর্ক-ভারতী’! উপাচার্য ‘মানহানি’ করেছেন, প্রশাসনের দ্বারস্থ বিশ্বভারতীর অধ্যাপক