Border Village: কখনও ওরা প্রায় ৬০, কখনও আবার ২০! রাত হলেই ঢুকছে দলবেঁধে, আতঙ্কে কাঁটা ‘সীমান্তের’ একের পর এক গ্রাম

Border Village: বিঘার পর বিঘা জমিতে পাকা ধানে মই তো পড়লই সঙ্গে নষ্ট হল তিল, বাদামও। স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের। যদিও ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে বন দফতর।

Border Village: কখনও ওরা প্রায় ৬০, কখনও আবার ২০! রাত হলেই ঢুকছে দলবেঁধে, আতঙ্কে কাঁটা ‘সীমান্তের’ একের পর এক গ্রাম
ভয়ে কাঁটা একের পর এক গ্রাম Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 12, 2025 | 10:20 AM

হীরক মুখোপাধ্যায়, অসীম বেরা, সুজিত রায়ের রিপোর্ট 

বাঁকুড়া-পশ্চিম-মেদিনীপুর-আলিপুরদুয়ার: দীর্ঘ সময় পর বাঁকুড়া ছেড়ে পশ্চিম মেদিনীপুরে ফিরতে শুরু করেছে বুনো হাতির দল। কিন্তু ফেরার পথেও হাতির হানার হাত থেকে রেহাই পেলেন না দুই জেলার সীমানাবর্তী এলাকার কৃষকেরা। বাঁকুড়ার বিষ্ণুপুর বনাঞ্চলের আধকাটা লাগোয়া এলাকায় হাতির দলের তান্ডবে ক্ষতিগ্রস্থ হয়েছে বিঘের পর বিঘে জমির সবজি। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের হুড়হুড়িয়া এলাকাতেও একই ছবি। বিঘার পর বিঘা জমিতে পাকা ধানে মই তো পড়লই সঙ্গে নষ্ট হল তিল, বাদামও। স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের। যদিও ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে বন দফতর। 

বাঁকুড়ার বড়জোড়া ব্লকের পাবয়ার জঙ্গলে প্রায় সাত মাস কাটিয়ে সম্প্রতি পশ্চিম মেদিনীপুরে ফিরতে শুরু করে ৬৮ টি বুনো হাতি। দফায় দফায় দল বেঁধে হাতির দল বাঁকুড়া ছাড়তে শুরু করেছে। কিন্তু ফিরে যাওয়ার পথেও হাতির দলের তান্ডবে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হল চাষিদের। বন দফতর সূত্রে জানা গেছে ইতিমধ্যেই ৪৭ টি হাতি বাঁকুড়ার সীমানা পেরিয়ে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে প্রবেশ করলেও এখনো প্রায় ২২ টি হাতি রয়ে গেছে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের সীমানা লাগোয়া আধকাটা জঙ্গলে। 

ভয় উত্তরবঙ্গেও 

হুড়হুড়িয়া এলাকার কৃষকদের দাবি রাতে বাঁকুড়ার দিক থেকে গড়বেতা হয়ে হুড়হুিড়িয়া ও কামারখারি জঙ্গলে প্রবেশ করেছে ৪০-৫০ টি হাতির একটি দল। তাদের তাণ্ডবেই শেষ হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে বন দফতরের নজদারি নিয়ে। শুধু জমির সবজি, ফসল নষ্টই নয়, একের পর এক ফলের বাগানে ঢুকে নষ্ট করে দিয়েছে শয়ে শয়ে কাঁঠাল গাছ। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলল হাতির তাণ্ডব। জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন চিলাপাতায় রাতভর ‘খেলা’ দেখাল বুনো দাঁতালের দল। জঙ্গল থেকে বেরিয়ে বেশ কিছু হাতি লোকালয়ে চলে আসে। আতঙ্কে গোটা গ্রাম। নষ্ট হয়ে যায় বিঘার পর বিঘা ভুট্টা ক্ষেত। তবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।