Fire: রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন
বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল রাসায়নিক কারাখানা।

শিলিগুড়ি: বিধ্বংসী আগুনে (Massive Fire) ভস্মীভূত হয়ে গেল রাসায়নিক কারাখানা (Chemical Factory)। বৃহস্পতিবার শিলিগুড়ির ভোলানাথ পাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দমকলের ৬টি ইঞ্জিনের প্রায় দু-ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির (Siliguri) ভোলানাথ পাড়ায় ব্লিচিং তৈরির একটি কারখানায় বিধ্বংসী আগুন লাগে। প্রায় দু-ঘণ্টা ধরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে সম্পূর্ণ ফ্যাক্টরি। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। পরে আরও ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তারপর প্রায় দু ঘণ্টা ধরে দমকলের ৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোলানাথ পাড়ায় ব্লিচিং তৈরির কারখানাটিতে ঠিক কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে দমকল বাহিনীর প্রাথমিক অনুমান। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। যদিও এই অগ্নিকাণ্ডে কারখানাটি ভস্মীভূত হয়ে গেলেও কারও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে কারখানাটি ভস্মীভূত হয়ে যাওয়ায় অনেক টাকার ক্ষতি হল।
এদিন সন্ধ্য়ায় কলকাতাতেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শিয়ালদহ-বজবজ শাখায় সন্তোষপুর স্টেশন চত্বরে বিধ্বংসী আগুন লাগে। সন্তোষপুর স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মে আগুন লাগে। কয়েক মিনিটের মধ্যে স্টেশন চত্বর লাগোয়া দোকানগুলিতে আগুন লেগে যায়। পরিস্থিতি সামাল দিতে শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। শেষ পাওয়া খবর পর্যন্ত, দমকলের ৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।
