দক্ষিণ দিনাজপুর: ফায়ার এক্সটিংগুইশার রিফিলিং করতে এসে সিলিন্ডার ফেটে মৃত্যু হল সংস্থার কর্মীর। সোমবার রাতে বংশীহারি থানার দৌলতপুর এলাকার একটি পেট্রোল পাম্পে এই ঘটনা ঘটে। রাতের দিকে এই ঘটনার খবর চাউড় হতেই এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন বংশীহারি থানার পুলিশ ও অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ডেনডুপ শেরপা। এসে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পুলিশ জানিয়েছে নিহত ওই ব্যক্তির নাম শ্যামল দে (৫৫)। বর্ধমান জেলার রথতলা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। রাতেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
পেট্রোল পাম্পে অগ্নিনির্বাপক যে যন্ত্র থাকে তার সিলিন্ডার রিফিল করতে এসেছিলেন শ্যামল দে। সেই সময় কোনওভাবে গ্যাস সিলিন্ডারটি ফেটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এদিকে বিস্ফোরণের সময় বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। সিলিন্ডার ফাটায় পেট্রোল পাম্পের অন্য কর্মী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কে পালাতে থাকেন।
সিলিন্ডারটি যেহেতু একেবারে সামনে থেকে ফেটে যায়, ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। খবর পেয়ে ছুটে যায় বংশীহারী থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দা সৌকত আলি বলেন, “পেট্রোল পাম্পে যে গ্যাসের ট্যাঙ্কগুলি রাখা থাকে, সেগুলি কোম্পানি থেকে দেখতে আসে। একটা ফেটে একজন মারা যান। বর্ধমানের বাসিন্দা তিনি।”
অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ডেনডুপ শেরপা বলেন, “দৌলতপুরের পেট্রোল পাম্পে রিফিলিং এজেন্সির লোকেরা এসেছিলেন। অগ্নিনির্বাপণ যন্ত্র রিফিলের সময় একটা দুর্ঘটনা ঘটে। শ্যামল দে নামে একজন মারা যান। ঘটনার তদন্ত শুরু হয়েছে। নথিপত্র সব খতিয়ে দেখা হবে।”