
গঙ্গারামপুর: গঙ্গারামপুর থানার নন্দনপুরে একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ! বিস্ফোরণে উড়ে গেল টিনের ঘরের একাংশ। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। শুক্রবার দুপুরে বিষয়টি জানাজানি হতেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। খবর পেয়ে আসেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য ও বম্ব স্কোয়ার্ড। কী থেকে বিস্ফোরণ হয়েছে তা নিয়ে ধন্দে পুলিশ প্রশাসন। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে বম্ব স্কোয়ার্ড। পুরো ঘটনা খতিয়ে দেখছেন গঙ্গারামপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্র জানা গিয়েছে, ওই বাড়িটি বিজয় মজুমদারের। তিনি বছর খানেন আগেই গত হয়েছেন। ওই বাড়িতে বর্তমানে কেউ থাকত না। পরিবারের বাকি সদস্যরা ট্যাঙ্গাপাড়া এলাকায় বর্তমানে বসবাস করেন। এদিন দুপুরে নাগাদ হঠাৎই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আওয়াজ পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় বাসিন্দারা। এসে দেখেন চারিদিকে বারুদের গন্ধ ও ধোঁয়ায় ছেয়ে গিয়েছে এলাকায়। এরপরেই গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে।
ঘটনাস্থলে যান গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র ও গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য। আর এই ঘটনায় স্থানীয় মানুষেরা ব্যাপক আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন।