AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

স্বাস্থ্য সাথী কার্ডে কোন রোগের জন্য কত টাকা বরাদ্দ? কীভাবে জানবেন? রইল সহজ উপায়

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে ইতিমধ্যেই রাজ্যের লাখ লাখ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন। সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, এই প্রকল্পের আওতায় একটি পরিবারের বছরে সর্বোচ্চ ৫,০০,০০০ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ সরকার বহন করবে সরকার। সরকারী ওয়েব সাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী এটি একটি ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা,

স্বাস্থ্য সাথী কার্ডে কোন রোগের জন্য কত টাকা বরাদ্দ? কীভাবে জানবেন? রইল সহজ উপায়
| Updated on: Jan 27, 2026 | 6:50 PM
Share

রাজ্যের অন্যতম বৃহৎ স্বাস্থ্যবিমা কর্মসূচিগুলির মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প ।২০১৬ সালের ৩০ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রকল্প চালু হয়। রাজ্যের স্থায়ী বাসিন্দা পরিবারগুলিকে বিনামূল্যে উন্নত চিকিৎসার সুযোগ দিতে চালু করা হয়েছিল এই প্রকল্প । তবে কার্ড থাকা সত্ত্বেও অনেকের মধ্যেই এই কার্ড নিয়ে এখনও এখনও স্পষ্ট ধারণা নেই। স্বাস্থ্য সাথী কার্ডে ঠিক কোন কোন রোগের চিকিৎসা মিলবে, কোন প্যাকেজে কত টাকা বরাদ্দ এবং কোন ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়। কীভাবে দেখবেন আপনার জন্য কী প্যাকেজ রয়েছে?

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে ইতিমধ্যেই রাজ্যের লাখ লাখ মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন। সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, এই প্রকল্পের আওতায় একটি পরিবারের বছরে সর্বোচ্চ ৫,০০,০০০ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ বহন করবে সরকার। সরকারী ওয়েব সাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী এটি একটি ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা, যেখানে সরকারি অনুমোদিত হাসপাতালগুলোতে রোগী চিকিৎসা পাবে আর হাসপাতাল সরাসরি সরকারের কাছে পেমেন্ট পায়। ওই টাকা রোগী বা তাঁর পরিবারকে দিতে হয় না।

কোন কোন রোগের চিকিৎসার সুবিধা রয়েছে?

হাসপাতালভিত্তিক চিকিৎসা, অপারেশন ও জটিল চিকিৎসার সুবিধাও এই কার্ডের আওতায় পাবেন। হৃদরোগ, বাইপাস ও কার্ডিয়াক চিকিৎসা, কিডনি ট্রান্সপ্লান্ট ও ডায়ালিসিস, ক্যানসার চিকিৎসা যেমন কেমোথেরাপি/রেডিওথেরাপি, নিউরো সার্জারি, জয়েন্ট রিপ্লেসমেন্ট, লিভার/গলব্লাডার সংক্রান্ত বড় চিকিৎসা এছাড়াও তালিকায় রয়েছে বহু চিকিৎসার নাম।

কীভাবে জানবেন কী কী সুবিধা পাবেন কোন কোন রোগের চিকিৎসা পড়বে কার্ডের আওতায়?

প্রথমে স্মার্ট ফোনের গুগল ব্রাউজার থেকে ‘Swasthya Sathi’ টাইপ করুন। ওয়েব সাইটটিতে ঢোকার পর স্ক্রল করে একদম নিচে গেলে ‘Hospital’ অপশন পাবেন। যার নিচে ৪ নম্বরে আছে ‘Package details’ অপশন। প্যাকেজ ডিটেলস অপশনে ক্লিক করে ঢোকার পর দুটো অপশন পাবেন। ‘Hospital grade’ অপশনে গিয়ে গ্রেড সিলেক্ট করবেন। তার নিচে ‘Procedure’ অপশনে গেলেই দেখতে পাবেন কোন কোন রোগের চিকিৎসা এই কার্ডের আওতায় পড়ে। অসুখ সিলেক্ট করার পর শো ডাটা অপশনে গেলেই আপনার অসুখের বিভাগের কত রকমের ট্রিটমেন্ট হয়। কোন চিকিৎসার জন্য কত টাকা বরাদ্দ আছে সেই তথ্য পেয়ে যাবেন।