Dhauli Express: ধৌলি এক্সপ্রেসে বিপত্তি, ইমার্জেন্সি ব্রেক কষতেই গলগল করে বেরিয়ে এল ধোঁয়া

Train Mishap: কালো ধোঁয়া বের হতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। চিৎকার চেঁচামেচি শুরু করতে শুরু করেন। অনেকে ভয়ে ট্রেন থেকেও নেমে পড়েন।  আপাতত আন্দুল-সাঁকরাইল স্টেশনের মাঝে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। মেরামতির কাজ চলছে। 

Dhauli Express: ধৌলি এক্সপ্রেসে বিপত্তি, ইমার্জেন্সি ব্রেক কষতেই গলগল করে বেরিয়ে এল ধোঁয়া
ধৌলি এক্সপ্রেস থেকে বের হচ্ছে ধোঁয়া।Image Credit source: TV9 Bangla

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 14, 2023 | 9:12 AM

কলকাতা: শালিমার থেকে পুরীগামী ধৌলি এক্সপ্রেস (Shalimar-Puri Dhauli Express) ট্রেনে বিপত্তি। আন্দুল-সাঁকরাইল স্টেশনের মাঝে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। বগির নীচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু হয়েছে।

জানা গিয়েছে, এ দিন সকালে শালিমার থেকে পুরীগামী ১২৮২১ ধৌলি এক্সপ্রেস থেকে হঠাৎ ধোঁয়া বের হতে শুরু করে। সকাল ৯.১৫মিনিটে শালিমার থেকে ছাড়ে। আন্দুল স্টেশন পার করতেই ট্রেনের ব্রেকে সমস্য়া দেখা দেয়। সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি ব্রেক কষা হয়। আন্দুল-সাঁকরাইল স্টেশনের মাঝে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। নিমেষের মধ্যে ট্রেনের  নীচ থেকে গলগল করে ধোঁয়া বের হতে শুরু করে।

বগির নীচ থেকে বের হচ্ছে ধোঁয়া।

কালো ধোঁয়া বের হতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। চিৎকার চেঁচামেচি শুরু করতে শুরু করেন। অনেকে ভয়ে ট্রেন থেকেও নেমে পড়েন।  আপাতত আন্দুল-সাঁকরাইল স্টেশনের মাঝে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। মেরামতির কাজ চলছে।

রেলের তরফে জানানো হয়েছে, যদি কয়েক ঘণ্টার মধ্য়ে মেরামতি সম্ভব না হয়, তবে সংশ্লিষ্ট বগিটিকে বাদ দিয়েই ট্রেনটি পুরীর উদ্দেশে রওনা দেবে।

লাইনের পাশে দাঁড়িয়ে আতঙ্কিত যাত্রীরা।