Hooghly: বেআইনিভাবে মজুত সার, হুগলির একাধিক সারের দোকানে হানা

Sanath Majhi | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 18, 2023 | 12:54 PM

Hooghly: চাষিদের অভিযোগের  ভিত্তিতে হুগলি গ্রামীণ পুলিশ সারের গোডাউনগুলিতে অভিযান চালাচ্ছে।  গ্রামীণ পুলিশ আধিকারিক নিমাই চৌধরী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ না পেলেও প্রতি বছরই চাষিদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় সারের দাম বৃদ্ধির।

Hooghly: বেআইনিভাবে মজুত সার, হুগলির একাধিক সারের দোকানে হানা
হরিপালের সারের দোকানে হানা পুলিশের
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: সারের কালোবাজারি রুখতে লাগাতার অভিযান হুগলি গ্রামীণ পুলিশের।
শুক্রবার সিঙ্গুরের পর আজ আবারও হরিপাল থানার একাধিক সারের দোকানে অভিযান চালায় পুলিশ। মূলত প্রতি বছরই আলু চাষের মরশুমে সারের কালোবাজারির অভিযোগ ওঠে সারের দোকান গুলির বিরুদ্ধে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
চাষিদের অভিযোগ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে সারের দোকানগুলি। এছাড়াও গোডাউনে বেআইনি ভাবে সার মজুত করে কৃত্রিম চাহিদা তৈরি করে, তা বেশি দামে বিক্রি করা হয় চাষিদের। মুনাফা লোঠে এক শ্রেণির অসাধু সার ব্যবসায়ী।

চাষিদের অভিযোগের  ভিত্তিতে হুগলি গ্রামীণ পুলিশ সারের গোডাউনগুলিতে অভিযান চালাচ্ছে।  গ্রামীণ পুলিশ আধিকারিক নিমাই চৌধরী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ না পেলেও প্রতি বছরই চাষিদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় সারের দাম বৃদ্ধির। তাই প্রতি বছরের মতো এবারও হুগলি জেলার সারের দোকান গুলিতে আচমকা হানা দেওয়া হচ্ছে । যাতে সারের দোকানগুলি কোনওরকম কালোবাজারি করতে না পারে।
পাশপাশি কৃত্রিম চাহিদা তৈরি করে বেশি দামে সার বিক্রির অভিযোগ যেগুলো উঠেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, শুক্রবারই সিঙ্গুরের একাধিক সারের দোকানে হানা দেন পুলিশকর্তারা। বেশ কিছু ক্ষেত্রে চাষিদের অভিযোগ যে অসত্য নয়, তার প্রমাণও মেলে।

Next Article