Hooghly: বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছি বলে বেরিয়েছিল, আচমকাই গঙ্গায় ঝাঁপ যুবকের!

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 28, 2024 | 4:38 PM

Hooghly: সুরজের বাড়ি মগড়ার বাঁশবেড়িয়া কুণ্ডুবাজার এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতে বাড়িতে খবর আসে গঙ্গায় ঝাঁপ দিয়েছেন ঈশ্বর গুপ্ত সেতু থেকে।

Hooghly: বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছি বলে বেরিয়েছিল, আচমকাই গঙ্গায় ঝাঁপ যুবকের!
গঙ্গায় ঝাঁপ যুবকের
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: কল্যাণী ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের! নিখোঁজ যুবকের নাম সুরজ প্রসাদ।বাড়ি হুগলির বাঁশবেড়িয়ায়। বছর চব্বিশের ওই যুবকের খোঁজে গঙ্গায় স্পিড বোট নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুরজের বাড়ি মগড়ার বাঁশবেড়িয়া কুণ্ডুবাজার এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতে বাড়িতে খবর আসে গঙ্গায় ঝাঁপ দিয়েছেন ঈশ্বর গুপ্ত সেতু থেকে। যুবকের বাবা ওম শঙ্কর প্রসাদ জানান, কাজ থেকে ফিরে স্নান করে খেয়ে বলে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছে। কল্যাণীর দিকে গিয়েছিল। রাতে সাড়ে আটটার মধ্যে ফিরেও যাবে বলেছিল।

নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় খোঁজ করেন পরিবারের সদস্যরা। তখন বাড়িতে খবর আসে, গঙ্গায় ঝাঁপ দিয়েছেন সুরজ।  যুবকের প্রতিবেশী সুরেশ সিং বলেন, “রাত এগারোটা নাগাদ আমরা খবর পেলাম। তারপর খুঁজেছি।পাইনি। এরপর মগড়া থানায় জানাই। কী কারণে গঙ্গায় ঝাঁপ দিল, নাকি ধাক্কা মেরে ফেলে দেওয়া বুঝতে পারছি না।” পুলিশের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর স্পিড বোট নামিয়ে তল্লাশি চালানো হয় গঙ্গায়।

Next Article