সিঙ্গুর: প্রশাসনের কড়াকড়ি সত্ত্বেও অনেকেই রাস্তাঘাটে নিয়ন্ত্রণে রাখেন না যানের গতি। এর জেরে প্রায়শই দুর্ঘটনা ঘটে। তাতে প্রাণহানির ঘটনাও ঘটে। ঠিক যেমন বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটেছে হুগলি জেলার সিঙ্গুরের ইন্দ্রখালি এলাকায়। সেখানে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়ে একটি বাইক ও সাইকেল। সাইকেল আরোহী যখন রাস্তা পার হচ্ছিলেন তখন দ্রুত গতিতে আসা বাইক ধাক্কা মারে বলে অভিযোগ। এর জেরে ১ জনের মৃত্যু হয়েছে। এবং ২ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় সড়ক ধরে দুজন একটি বাইকে করে বর্ধমানমুখী রাস্তা ধরে যাচ্ছিলেন। সিঙ্গুরের ইন্দ্রখালি এলাকায় এক ব্যক্তি সাইকেল নিয়ে ওই রাস্তা পার হচ্ছিলেন। সে সময় বাইক এসে ধাক্কা মারে সাইকেলে। এই সংঘর্ষের জেরে দুই বাইকআরোহী এবং সাইকেলআরোহী, তিন জনই ছিটকে পড়েন রাস্তায়। চোট পান সকলেই।
ঘটনার খবর পেয়েই পুলিশ গিয়েছিল সেখানে। পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে এক জনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা। বাকি ২ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম মীর সানিয়াদ (২২)।