Share Market: বিজ্ঞাপন দেখে শেয়ার মার্কেটে টাকা ঢালতে ফোন, তারপরই সব শেষ উত্তরপাড়ার বাসিন্দার

Share Market Fraud: গত ২৫শে আগস্ট মালদহ, হুগলির ব্যান্ডেল, দক্ষিণ ২৪ পরগনার কুলপি ও মন্দির বাজার এলাকা থেকে মোট পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন সিদ্দিক আলম চৌধুরী, অরুণ মণ্ডল, বিক্রম হালদার, প্রদ্যুৎ মণ্ডল ও সৌরজিৎ কর।

Share Market: বিজ্ঞাপন দেখে শেয়ার মার্কেটে টাকা ঢালতে ফোন, তারপরই সব শেষ উত্তরপাড়ার বাসিন্দার
শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেফতার ৫ Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Aug 29, 2025 | 5:06 PM

হুগলি: চটজলদি মোটা লাভের আশায় আজকাল অনেকেই টাকা ঢালেন শেয়ার মার্কেটে। বিনিয়োগ করেন মিউচুয়াল ফান্ডে। তবে শেয়ারের দুনিয়ায় লাভ-লোকসানের দুনিয়ায় কাজ করে নির্দিষ্ট কিছু অঙ্ক। কিন্তু না বুঝে টাকা ঢেলে ভয়াবহ লোকসানের ছবিটাও বিরল নয়। অন্যদিকে শেয়ার মার্কেটকে হাতিয়ার করে জালিয়াতিও চলছে দেদাদর। এবার এমনই এক ছবি দেখা গেল হুগলির উত্তরপাড়ায়। উত্তরপাড়ায় বাড়ি সজল পাণ্ডের। ২০২৪ সালের ১১ জানুয়ারি চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে একটি অভিয়োগ দায়ের করেন। তারপরই নড়েচড়ে বসে পুলিশ। 

পুলিশ জানতে পারে ফেসবুকে শেয়ার ট্রেডিংয়ের বিজ্ঞাপন দেখে নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করেন উত্তরপাড়ার ওই ব্যক্তি। অভিযোগ, তারপরই তাঁকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রলোভিত করা হয়। ধাপে ধাপে তাঁর থেকে নেওয়া হয় ৫৪ লক্ষ ৭০ হাজার টাকা। কিন্তু রিটার্নের টাকা তুলতে গিয়েই বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। তারপরই সোজা পুলিশের দ্বারস্থ হন। তদন্তে পুলিশ যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় সেই অ্যাকাউন্ট ধরে প্রতারকদের খোঁজ পায়। 

গত ২৫শে আগস্ট মালদহ, হুগলির ব্যান্ডেল, দক্ষিণ ২৪ পরগনার কুলপি ও মন্দির বাজার এলাকা থেকে মোট পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন সিদ্দিক আলম চৌধুরী, অরুণ মণ্ডল, বিক্রম হালদার, প্রদ্যুৎ মণ্ডল ও সৌরজিৎ কর। তাঁদের চুঁচুড়া আদালতে তোলা হলে দশ দিনের পুলিশ হেফাজত হয়েছে। ধৃতদেক কাছ থেকে ধৃতদের কাছ থেকে, প্রচুর পাসবই, চেকবই, এটিএম কার্ড, কিউ আর কোড মেশিন, আধার কার্ড, মোবাইল একটি ল্যাপটপ উদ্ধার হয়েছে। তাঁদের সঙ্গে এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা, চক্রের জাল কতদূর ছড়িয়েছে তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ।