Hooghly: দেড় মাস আগে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ যুবক, স্ত্রী-সহ ৪ জনকে ধরেই হাড়হিম করা তথ্য পেল পুলিশ

Hooghly: রবীনের পরিবারের অভিযোগ, অপর্ণার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। ডিভোর্স দেওয়ার কথাও বলেছিলেন। কিন্তু, ডিভোর্সে রাজি ছিলেন না রবীন। সেই কারণে খুন করা হতে পারে বলে তাঁদের অভিযোগ।

Hooghly: দেড় মাস আগে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ যুবক, স্ত্রী-সহ ৪ জনকে ধরেই হাড়হিম করা তথ্য পেল পুলিশ
গ্রেফতার করা হয়েছে ৪ জনকেImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 22, 2025 | 7:18 PM

হুগলি: দেড় মাস ধরে নিখোঁজ যুবক। স্ত্রী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুন করে গভীর নলকূপে দেহ লোপাটের অভিযোগ। গ্রেফতার করা হয়েছে যুবকের স্ত্রী, শ্বশুর, শ্যালক ও ভায়রাভাইকে। ঘটনাটি হুগলির জাঙ্গিপাড়া থানার রাধানগর গ্রাম পঞ্চায়েতের কানাইপুর এলাকার ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস দেড়েক আগে নিখোঁজ হন চণ্ডীতলা থানার মশাট এলাকার বাসিন্দা রবীন রুইদাস। বছর এগারো আগে তাঁর বিয়ে হয়। বেশ কিছুদিন ধরে জাঙ্গিপাড়ার কানাইপুরে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন রবীন। দেড় মাস আগে শ্বশুরবাড়ি থেকেই তিনি নিখোঁজ হন। নিখোঁজের অভিযোগ হয় জাঙ্গিপাড়া থানায়। পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে রবীনকে খুন করা হয়েছে। খুনের সঙ্গে যুক্ত তাঁর স্ত্রী অপর্ণা রুইদাস। খুনের পর দেহ লোপাটের তথ্য উঠে আসে পুলিশি তদন্তে। কানাইপুর এলাকায় কৃষি জমিতে সেচের জন্য বসানো আছে গভীর নলকূপ। সেই নলকূপের গর্তে দেহ ফেলে লোপাট করা হয়েছে বলে সন্দেহ পুলিশের। তদন্ত এগিয়ে নিয়ে যেতে রবিবার সকালে ওই এলাকা ঘিরে রাখে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বিয়ের পর থেকে স্ত্রীর উপর শারীরিক অত্যাচার করতেন রবীন। স্ত্রী বাপের বাড়ি চলে যান। সেখানে গিয়েও চলত অত্যাচার। সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে রবীনকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন খুন করেছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

রবীনের ভাই জাঙ্গিপাড়া থানার অভিযোগ দায়েরের পরই এদিন চারজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করে চার দিনের পুলিশি হেফাজতে নেয় জাঙ্গিপাড়া থানার পুলিশ। ধৃতদের নিয়ে দেহ উদ্ধারের চেষ্টা করা হবে বলে পুলিশ জানিয়েছে। রবীনের পরিবারের অভিযোগ, অপর্ণার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। ডিভোর্স দেওয়ার কথাও বলেছিলেন। কিন্তু, ডিভোর্সে রাজি ছিলেন না রবীন। সেই কারণে খুন করা হতে পারে বলে তাঁদের অভিযোগ।