চুঁচুড়া: গর্ভবতী ছিলেন। সেই অবস্থার মধ্যেও নিজের কর্তব্য করছিলেন শিক্ষিকা। মাধ্যমিক পরীক্ষার গার্ড দিচ্ছিলেন তিনি। তবে আচমকাই পরিস্থিতি পাল্টে গেল। পরীক্ষার হলে প্রসব যন্ত্রণায় ছটফট করতে শুরু করলেন তিনি। দ্রুত তাঁকে নিয়ে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখানেই আপাতত চিকিৎসাধীন তিনি।
ঘটনাস্থল হুগলির চুঁচুড়ার খাদিনা মোড়। সেখানকার বাসিন্দা অর্পিতা মল্লিক। তিনি পেশায় একজন শিক্ষিকা। অন্তঃসত্ত্বা অবস্থাতেও তিনি তাঁর শিক্ষকতার ডিউটি পালন করছিলেন। মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের গার্ডের ডিউটি পড়ে তাঁর। পরীক্ষা শুরুর কিছুক্ষণ গার্ডও দেন তিনি। তবে হঠাৎই তিনি পরীক্ষার হলেই অসুস্থ হয়ে পড়েন। রক্তক্ষরণ শুরু হয় তাঁর। তড়িঘড়ি স্কুলের তরফে তাঁকে নিয়ে আসা হয় ইমামবাড়া হাসপাতালে।
হাসপাতাল সূত্রে খবর, ওই শিক্ষিকা হাসপাতালে চিকিৎসাধীন। তার আল্ট্রাসনোগ্রাফিক করার ব্যবস্থা চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, সুস্থই রয়েছেন ওই শিক্ষিকা। অর্পিতা মল্লিক বলেন, “মাধ্যমিক পরীক্ষা ছিল। আমি গার্ড দিচ্ছিলাম। তখনই হঠাৎ করে ব্লিডিং শুরু হয়। সঙ্গে সঙ্গে আমায় হাসপাতালে নিয়ে আসা হয়। এখন একটু ভাল লাগছে। তবে পেটে যন্ত্রণা আছে।”