হুগলির: তারাপীঠ থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে গাড়ি। চার চাকা একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। মৃত্যু হয়েছে দু’জনের, আহত তিন। জানা গিয়েছে, তাঁরা বেহালার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, নিহতদের নাম ইরা মান্না(৬৫), সুমিত কুমার জানা(৫১)। আহতদের নাম রমানিয়া জানা (৪২), সৌরজিৎ জানা (১৯), সৌরদীপ জানা (১২)।
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া চার চাকার গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিার বিকালে একটি চার চাকা গাড়ি বর্ধমান থেকে কলকাতার দিকে যাচ্ছিল। হুগলির গুড়াপের কাছে বশিপুর এলাকায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। পরে জানা যায়, গাড়িটি তারাপীঠ থেকে ফিরছিল। যাচ্ছিল বেহালা।
সেই সময় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি লরি দাঁড়িয়ে ছিল। সেই লরিতেই সজোরে ধাক্কা মারে চার চাকা গাড়িটি। জোরাল সেই ধাক্কায় সাদা রঙের চার চাকার গাড়িটি সামনের দিকটি একেবারে তুবড়ে গিয়েছে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। রক্তে মাখামাখি গাড়িটি।
জানা গিয়েছে, চালক-সহ ওই গাড়িতে মোট পাঁচজন ছিলেন। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁদেরও অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ক্রেন দিয়ে তুলে নিয়ে যায় পুলিশ।