আরামবাগ: চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ি। ছোটাছুটি শুরু হতে না হতেই সব শেষ। সব মিশে গেল মাটিতে। তবে একটাই রক্ষা, হতাহতের কোনও খবর মেলেনি। বাড়ি টলমল হতেই বাড়ির ভিতরে থাকা লোকজন ছুটে বাইরে বেরিয়ে আসেন। তাতেই বেঁচে যায় প্রাণ। পাশেই আবার ছিল ইলেকট্রিকের পোল। ওই পোল থেকেই বাড়িতে এসেছিল ইলেকট্রিকের কানেকশন। সেই তারও ছিঁড়ে যায়। কিন্তু, বিদ্যুৎ না থাকায় বড়সড় কোনও বিপদ ঘটেনি। কিন্তু, বাড়ির ভেতর থাকা আসবাবপত্র থেকে প্রয়োজনীয় সামগ্রী সবই চাপা পড়ে গিয়েছে ভেঙে পড়া দেওয়ালের তলায়। শুক্রবার বিকালে এ ছবিই দেখা যায় খানাকুলের রায়বাড় এলাকায়।
ওই এলাকাতেই ছিল কোহিনূর বেগমদের দোতলা মাটির বাড়ি। তাই মুহূর্তে ধূলিসাৎ হয়ে গিয়েছে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, যেভাবে প্রবল বৃষ্টি চলছে গত দু’দিন ধরেই। তাতেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। নড়ে গিয়েছে বাড়ির ভীত। তার ফলেই ভেঙে পড়েছে আস্ত বাড়ি।
এদিকে রাতারাতি ছাদ হারা হয়ে উদ্বেগে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। সরকারের কাছে করছেন সাহায্যের আবেদন। কোহিনূর বেগম বলছেন, “বৃষ্টির কারণেই বাড়িটা ভেঙে গিয়েছে। এখন আমরা কোথায় যাব সেটাই ভাবছি। বাচ্চা বাচ্চা ছেলে আছে আমাদের। কিন্তু, মুহূর্তেই সব শেষ হয়ে গিয়েছে। বাড়িটা এখন সরকার করে দিলে খুব উপকৃত হব।”