Konnagar Woman Harassment: প্রথমে ‘ধর্ষণ’, সেই ভিডিয়ো দেখিয়ে ফের ‘গণধর্ষণ’, কোন্নগরে গ্রেফতার ৪

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 21, 2022 | 8:29 PM

Hooghly: এলাকাবাসীর অভিযোগ, কাউন্সিলর বলেছেন একবার হয়েছে পরে হলে ব্যবস্থা নেব।

Konnagar Woman Harassment: প্রথমে ধর্ষণ, সেই ভিডিয়ো দেখিয়ে ফের গণধর্ষণ, কোন্নগরে গ্রেফতার ৪
কোন্ননগরে তরুণীকে ধর্ষণ (গ্রাফিক্স: অভীক দেবনাথ)

Follow Us

কোন্ননগর: আবারও ধর্ষণ বাংলায়। ফের নারী নির্যাতনের খবর প্রকাশ্যে। কোন্নগরের এক তরুণীকে লাগাতার ধর্ষণের অভিযোগ। পরে সেই ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ফের ‘গণধর্ষণ’ করা হয় তাঁকে। গোটা ঘটনায় গ্রেফতার হয়েছে চারজন।

হুগলির কোন্নগর এলাকার ঘটনা। গত পয়লা মার্চ এলাকারই এক যুবক তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। শুধু তাই নয়, সেই ভিডিয়ো তুলে রাখে অভিযুক্তরা। অভিযোগ, পরে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে বারবার ‘ধর্ষণ’ করে মেয়েটিকে। পরে, ভিডিয়োটি ভাইরালও করে দেয় তারা। এরপরই তরুণীর পরিবারের তরফ থেকে উত্তরপাড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়। পরে তদন্ত করে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার নির্যাতিতা ও তার বাবার জবানবন্দি নেওয়া হয়। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। আগামিকাল তাদের আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

গোটা বিষয়টির খবর পৌঁছায় এলাকার স্থানীয় কাউন্সিলরের কাছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই কাউন্সিলর নাকি অভিযুক্তদের ছেড়ে দিতে বলেছেন। যদিও বিষয়টি অস্বীকার করে তিনি বলেছেন, “আমি কাল রাতে যাওয়ার সময় ঘটনার খবর জানতে পারি। খুবই দু:খজনক ঘটনা। আমি কোনও ঘটনাই ধামাচাপা দিতে চাইনি। আমার কাছে এই বিষয়ে কথা বলতে কেউই আসেনি।” কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন, “পুলিশ ঘটনার তদন্ত করছে।গতকাল অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। এতে আমাদের কোনও ব্যাপার নেই। আইন আইনের পথে চলবে।”

চন্দননগর পুলিশ কমিশনার অর্ণব ঘোষ আজ সকালে শ্রীরামপুর মহিলা থানায় পৌঁছে যান। তদন্তকারীদের সঙ্গে কথা বলেন তিনি। কমিশনার জানান, “গতকাল রাতে একটা অভিযোগ দায়ের হয়েছে একটি মেয়ের উপর শারীরিক নির্যাতনের। সেই অনুযায়ী তদন্ত চলছে। আমরা নির্দিষ্ট মামলা করেছি। চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিডিয়ো কথা শুনেছি। তবে এখনো সেটি হাতে পায়নি।”

হুগলি শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি স্নেহাশিস চক্রবর্তী বলেন, “পুলিশ এসব ব্যাপারে সক্রিয় আছে। যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে দলকে বদনাম করতে। যারা অপরাধ করবে তারা কেউ ছাড়া পাবে না সে যে দলেরই হোক।” এলাকাবাসী বলেছেন, “একটা বাচ্চা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। ওর মা নেই। আমরা চাই উপযুক্ত শাস্তি হোক। কাউন্সিলর এখন বলছে একবার হয়েছে পরে আবার হলে ব্যবস্থা নেব। এত বড় ঘটনা কীভাবে এমন বলতে পারেন উনি?”

আরও পড়ুন: Malda Physical Asault Case: মুখে গামছা বেঁধে বাড়ি থেকেই তুলে নিয়ে গেল, মালদায় ধর্ষণের চেষ্টা নাবালিকাকে

Next Article