রিষড়া: জন্মদিনের পার্টিতে জোর করে মদ খাওয়ানোকে কেন্দ্র করে ঝামেলা। সেই ঝামেলা মিটেও গিয়েছিল। কয়েকদিনের মধ্যেই যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনাটি হুগলির রিষড়ার। মৃত যুবকের নাম অভিষেক পাসোয়ান। বছর বাইশের ওই যুবকের মৃত্য়ুতে সেদিনের ঝামেলার সম্পর্ক থাকতে পারে বলে সন্দেহ করছে পরিবারের লোকজন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় রিষড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডে একটি গলিতে ছুরিকাহত হন ওই যুবক। স্থানীয়রা তাঁকে পড়ে থাকতে দেখে শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে যুবককে ছুরি মেরে খুন করা হল, খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা জিতেন্দ্র শর্মা বলেন, “কোথায় ছুরি মেরেছে জানি না। পাড়ার মধ্যে পড়েছিল। পেটে ছুরি দিয়ে মারা হয়। আমরা কাপড় বেঁধে টোটোতে করে হাসপাতালে নিয়ে যাই।”
মৃত যুবকের দিদি বলেন, “কাজ করে ফিরছিল। গলিতে ছুরি মেরেছে। রক্তে ভেসে যাচ্ছিল চারদিক।” এলাকারই এক যুবকের নামে অভিযোগ করে মৃতের পরিবার। তাদের অভিযোগ, “কয়েকদিন আগে স্থানীয় একজনের জন্মদিনের পার্টিতে মদ খাইয়ে দেওয়া হয় অভিষেককে। সে কোনওদিনও মদ খেত না। তার মোবাইল চুরি হয়েছিল। তা নিয়েও ছোটু নামে একজনের সঙ্গে ঝামেলা হয়েছিল।”