Gurap Case: গুড়াপে শিশুকন্যার ধর্ষণ-খুনে ৫২ দিনের মাথায় দোষী সাব্যস্ত অভিযুক্ত, ১৭ জানুয়ারি সাজা ঘোষণা

Ashique Insan | Edited By: জয়দীপ দাস

Jan 15, 2025 | 6:16 PM

Gurap Case: ঘটনার পরেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। এলাকার লোকজনের হাতে বেধড়ক মার খান অশোক। শেষে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ দায়ের হতে গ্রেফতারও করা হয়।

Gurap Case: গুড়াপে শিশুকন্যার ধর্ষণ-খুনে ৫২ দিনের মাথায় দোষী সাব্যস্ত অভিযুক্ত, ১৭ জানুয়ারি সাজা ঘোষণা
শুক্রবার সাজা ঘোষণা
Image Credit source: TV 9 Bangla

Follow Us

গুড়াপ: হুগলির গুড়াপে শিশু কন্যার ধর্ষণ-খুন কাণ্ডে অভিযুক্ত অশোক সিং-কে ৫২ দিনের মাথায় দোষী সাব্যস্ত করল চুঁচুড়া পকসো আদালত। আগামী ১৭ তারিখ হতে চলেছে সাজা ঘোষণা। ঘটনাটি ঘটেছিল গত বছরের ২৪ নভেম্বর। অভিযোগ ছিল, পাঁচ বছরের ওই শিশু কন্যাকে চকলেটের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যান প্রতিবেশী অশোক। এদিকে মেয়েটি বাড়িতে আবার মাংস খাওয়ার বায়না করেছিল। সে কারণে বাবা বাজার থেকে মাংস কিনে আনতে গিয়েছিল। বাড়ি ফাঁকা থাকার সুযোগই কাজে লাগায় অশোক। 

এদিকে বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাবা। কিন্তু, কোথাও তাঁর দেখা মেলেনি। হইচই শুরু হয়ে যায় এলাকায়। প্রতিবেশীরাও খোঁজ শুরু করে দেন। কিন্তু, তারপরেও খোঁজ মেলেনি। এরইমধ্যে অশোকের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই শিশুকে। দ্রুত তাঁকে উদ্ধার করে ধনিয়াখালি হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো যায়নি।

এদিকে ঘটনার পরেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। এলাকার লোকজনের হাতে বেধড়ক মার খান অশোক। শেষে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ দায়ের হতে গ্রেফতারও করা হয়। তারপর থেকেই চলছিল মামলা। ৯ ডিসেম্বর চার্জশিট দাখিল করে পুলিশ। ১১ তারিখ চার্জ গঠন হয়। তারপরই সাক্ষ্য গ্রহন শুরু হয়। মোট ২৭ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এদিন সেই মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। 

Next Article