Hooghly: আদালতের রায়কে বিকৃত করে কাউন্সিলকে হেনস্থার অভিযোগ, গ্রেফতার প্রৌঢ়

Hooghly: ৫ সেপ্টেম্বর এই পরিস্থিতিতে হঠাৎই দোকানের বাইরে ম্যাজিস্ট্রেটের নোটিস দোকানের বাইরে লাগান গোবিন্দবাবু। অভিযোগ, দোকানের ভিতরে থাকা সমস্ত মালপত্র বাইরে বের করে দেন তিনি। এরপরই লিখিতভাবে গোবিন্দবাবুর নামে অভিযোগ দায়ের করেন কাউন্সিলর।

Hooghly: আদালতের রায়কে বিকৃত করে কাউন্সিলকে হেনস্থার অভিযোগ, গ্রেফতার প্রৌঢ়
গোবিন্দ চোধুরীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 09, 2023 | 6:57 PM

হুগলি: দোকানের মালিকানা কাউন্সিলরের হাত থেকে ফিরে পেতে ফন্দি এঁটেছিলেন মালিক। কিন্তু লাভের লাভ হল না। উল্টে আদালতের রায়কে বিকৃত করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হলেন তিনি। শনিবার ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে। ধৃতের নাম গোবিন্দ চৌধুরী। এ দিন তাঁকে উত্তরপাড়া থানার পুলিশ গ্রেফতার করে।

কী ঘটেছে?

এই ঘটনার সূত্রপাত একটি দোকানঘরের মালিকানাকে কেন্দ্র করে। জানা গিয়েছে, বছর খানেক আগে হুগলির কোন্নগরের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভাশিস চৌধুরী একটি দোকান ঘর ভাড়া নেন ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোবিন্দ চৌধুরীর কাছ থেকে। দোকানের মালিকের দাবি, চুক্তি শেষ হয়ে গেলেও বেআইনি ভাবে ওই কাউন্সিলর দোকান আটকে রেখেছেন। এই নিয়ে টানাপোড়েন চলছিল। জল গড়ায় আদালত পর্যন্ত।

৫ সেপ্টেম্বর এই পরিস্থিতিতে হঠাৎই দোকানের বাইরে ম্যাজিস্ট্রেটের নোটিস দোকানের বাইরে লাগান গোবিন্দবাবু। অভিযোগ, দোকানের ভিতরে থাকা সমস্ত মালপত্র বাইরে বের করে দেন তিনি। এরপরই লিখিতভাবে গোবিন্দবাবুর নামে অভিযোগ দায়ের করেন কাউন্সিলর।

শুভাশিস চৌধুরীর অভিযোগ, যে ম্যাজিস্ট্রেটের অর্ডারকে হাতিয়ার করে দোকান মালিক বলপূর্বক দোকান খালি করেছিলেন সেই অর্ডারটির বেআইনি। শুধু তাই নয় আদালতের রায়ের কপিকে হেরফের করা হয়েছে। শু ধুতাই নয়,যে দোকান ঘর খালি করে দেওয়ার কথা হচ্ছিল সেই দোকানের চাবি মাস কয়েক আগেই তিনি হস্তান্তর করেছিলেন দোকান মালিককে। তার পরেও দোকান মালিক গোবিন্দ চৌধুরী জনসমক্ষে তার সম্মানহানি করার জন্য এই পন্থা অবলম্বন করেছেন।

জানা গিয়েছে, শ্রীরামপুর আদালতের রায় ছিল স্থিতাবস্থা বজায় রাখতে হবে। এছাড়াও ১৪৪ ধারা জারি করা ছিল। সেই রায়কে বিকৃত করেন গোবিন্দ চৌধুরী। সেই কারণে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার বিষয়ে দোকান মালিক গোবিন্দ চৌধুরীর বাড়ির সদস্যদের কাছে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রৌঢ়কে শ্রীরামপুর আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।