চুঁচুড়া: রাজনীতির ময়দানে তারকাদের অংশগ্রহণ নতুন কিছু নয়। বলা ভাল, নির্বাচনের আগে এখন প্রায় সকলে তাকিয়ে থাকেন নতুন কোন তারকা বা শিল্পী ভোটে লড়বেন। সেই নিয়ে শুরু হয়ে যায় বিস্তর জল্পনাও। লোকসভা ভোটের ঠিক আগে যেমনটা হয়েছিল হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তাঁর তৃণমূলে যোগদান নিয়ে কম আলোচনা হয়নি। এবার সাংবাদিকরা ঠিক তেমনই প্রশ্ন ছুঁড়লেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে? রাজনীতিতে কি আসছেন ঋতুপর্ণা ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি অনুরোধ করেন তাহলে কি নামবেন রাজনীতির ময়দানে? সেই উত্তরও দিলেন অভিনেত্রী।
গত (২০২৪) লোকসভা ভোটে হুগলি সংসদকেন্দ্রে লড়াই করেছিলেন রচনা। তাঁর বিপরীতে দাঁড়িয়েছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। তবে বিজেপি নেত্রীকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন রাজনীতিতে নবাগতা রচনা বন্দ্যোপাধ্যায়। সামনের বছরই এ রাজ্যে বিধানসভা ভোট। তার আগে কি ঋতুপর্ণা নামবেন ভোটের ময়দানে?
যদিও, অভিনেত্রী বলেছেন, “আমি রাজনীতির কিছু বুঝি না।” তিনি আরও বলেন, “রাজনীতি থেকে আমি দূরে। আমি শিল্পী, তাই শিল্পী হিসাবে থাকতে চাই।” এরপর সাংবাদিকরা প্রশ্ন করেন, মুখ্যমন্ত্রী যদি অফার করে তাহলে কি রাজনীতিতে আসবেন? অভিনেত্রী বললেন, “তখন আমি মুখ্যমন্ত্রীকেই বলব সেই কথাটা।” উল্লেখ্য, চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুঁচুড়া উৎসব শুরু হয়েছে। সেখানেই অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।