Post Poll Violence: পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, ভোট পরবর্তী অশান্তিতে তুলকালাম গোঘাটে

Tanmoy Bairagi | Edited By: সায়নী জোয়ারদার

Jun 07, 2024 | 11:53 PM

Goghat: বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছে, ভোটের পরও কেন এলাকায় বিজেপির পতাকা লাগানো তা নিয়ে এদিন সন্ধ্যায় ঝামেলার সূত্রপাত। অভিযোগ, তৃণমূলের সমর্থকরা এসে মারধর করেন। পুলিশ আটকাতে গেলে তাদের লক্ষ্য করেও উড়ে আসে ইটের টুকরো।

Post Poll Violence: পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, ভোট পরবর্তী অশান্তিতে তুলকালাম গোঘাটে
আহত পুলিশ আধিকারিক বরুণকুমার বাগ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

গোঘাট: ভোট মিটলেও রাজনৈতিক অশান্তি কিন্তু থামছে না। এবার ঘটনাস্থল গোঘাট। রাজনৈতিক অশান্তির মাঝে পড়ে রক্ত ঝরল এক পুলিশের। ভোট পরবর্তী অশান্তিতে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নেয় গোঘাটের কুমারগঞ্জ গ্রামপঞ্চায়েতের ভুরকুন্ডা এলাকা। বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে। তবে তৃণমূলের বক্তব্য এখনও মেলেনি। পেলে তা যুক্ত করা হবে এই প্রতিবেদনে। তবে এই রাজনৈতিক খেয়োখেয়ির মাঝে পড়ে মাথা ফাটল এক পুলিশের। আহত হয়েছে আরও কয়েকজন। বিজেপির দাবি, তাঁরা তাদের লোক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছে, ভোটের পরও কেন এলাকায় বিজেপির পতাকা লাগানো তা নিয়ে এদিন সন্ধ্যায় ঝামেলার সূত্রপাত। অভিযোগ, তৃণমূলের সমর্থকরা এসে মারধর করেন। পুলিশ আটকাতে গেলে তাদের লক্ষ্য করেও উড়ে আসে ইটের টুকরো।

এএসআই পদমর্যাদার আহত ওই আধিকারিকের নাম বরুণকুমার বাগ। তাঁর মাথায় চোট লাগে। উর্দিতেও রক্তের ছিটে। ৫ জন বিজেপি কর্মী, ২ মহিলা ও পুলিশ আধিকারিককে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় পুলিশের একটি গাড়ি ভাঙচুরেরও অভিযোগ ওঠে।

আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোঘাট এলাকা। ভোটের আগে থেকেই বারবার গোঘাটে রাজনৈতিক অশান্তির অভিযোগ এসেছে। ভোট মিটতেও সেই ছবি বহাল। এই লোকসভায় তৃণমূল জিতলেও গোঘাট বিধানসভা এলাকায় বিজেপি ভাল ফল করেছে। অভিযোগ, এরপর থেকে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। যদিও এখনও তৃণমূলের তরফে কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Next Article