Amrita Bharat: তৈরি হবে ঝাঁ চকচকে স্টেশন, অমৃত ভারত প্রকল্পের আওতায় বদলে যাবে তারকেশ্বর স্টেশন

Tarakeswar: আগামী দেড় বছরের মধ্যে আধুনিকীকরন কাজ সম্পূর্ণ করা হবে। সেই কারণে সোমবার রেল স্টেশন পরিদর্শন ও আধুনিকীকরনে কী কী পরিকল্পনা নেওয়া হবে তা পরিদর্শনে আসেন পূর্ব রেলের আধিকারিকরা।

Amrita Bharat: তৈরি হবে ঝাঁ চকচকে স্টেশন, অমৃত ভারত প্রকল্পের আওতায় বদলে যাবে তারকেশ্বর স্টেশন
তারকেশ্বর স্টেশন (নিজস্ব চিত্র)

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 06, 2023 | 5:51 PM

তারকেশ্বর: লোকাল ট্রেন হোক বা দূরপাল্লা, দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন। কিন্তু এখনও দেশের অনেক স্টেশন পুরনো আদলেই রয়েছে। সে সব স্টেশনের চেহারা বদলে ফেলতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ‘অমৃত ভারত’ নামে ওই উদ্যোগে অন্তত ১০০০ টি স্টেশনকে বদলে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে। আর তার মধ্যে রয়েছে এ রাজ্যের শৈবতীর্থ তারকেশ্বর। আগামী দেড় বছরের মধ্যে আধুনিকীকরন কাজ সম্পূর্ণ করা হবে। সেই কারণে সোমবার রেল স্টেশন পরিদর্শন ও আধুনিকীকরনে কী কী পরিকল্পনা নেওয়া হবে তা পরিদর্শনে আসেন পূর্ব রেলের আধিকারিকরা। বিভিন্ন জায়গায় মাপজোপও করেন তারা।

এই বিষয়ে পূর্ব রেলওয়ে আধিকারিক অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার রঞ্জিত কুমার বিশ্বাস বলেন, “অমৃত ভারত কেন্দ্রীয় প্রকল্পের ফান্ড থেকে এখানে স্টেশন উন্নয়নের কাজ হবে। তার জন্য জনগণের সুবিধায় কী কী করা হবে তা খতিয়ে দেখতে এসেছি। আজ বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন এসেছেন। এই প্রকল্পটি এক থেকে দেড় বছরের মধ্যে শেষ হয়ে যাবে।”