Arambag: ইদে গরমের বিকালে পাড়ায় এসেছিলেন ফুচকাওয়ালা…সন্ধ্যা হতেই গ্রাম জুড়ে পড়ল ‘গেল গেল’ রব…

Arambag: রবিবার বিকালে ওই এলাকায় বেশ কিছু ফুচকা ব্যবসায়ী ফুচকা বিক্রি করতে যান। সেই সময় ওই এলাকার একাধিক শিশু ও মহিলা ওই ফুচকা খান। এরপর থেকেই এলাকার শিশু ও মহিলারা বমি ও পায়খানা শুরু করেন। ইতিমধ্যেই আরামবাগ মেডিক্যাল কলেজে একাধিক আক্রান্তের চিকিৎসা চলছে।

Arambag: ইদে গরমের বিকালে পাড়ায় এসেছিলেন ফুচকাওয়ালা...সন্ধ্যা হতেই গ্রাম জুড়ে পড়ল গেল গেল রব...
গ্রামে ডায়ারিয়ার প্রকোপImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 09, 2025 | 4:52 PM

আরামবাগ: গরমকালের বিকালে। বাড়ির সামনেই বাচ্চাদের নিয়ে বসে গল্প করছিলেন মায়েরা। পাড়ায় ঠেলা গাড়ি নিয়ে আসেন ফুচকাওয়ালা। বাচ্চাদের বায়নায় ফুচকাও খান মায়েরা। জল ছাড়া শুকনো ফুচকা খায় বাচ্চারা। পাড়ার অনেকেই খান। কিন্তু সন্ধ্যার পর থেকেই বদলাতে শুরু করে পরিস্থিতি। পেট ব্যথা, বমি, পায়খানা… গ্রামের প্রায় সব বাড়িতেই কেউ না কেউ কাহিল হতে শুরু করেন। সকাল হতেই জানা যায়, গ্রামের একাধিক ব্যক্তি অসুস্থ। প্রত্যেকেই ওই ফুচকাওয়ালার থেকে ফুচকা খেয়েছিলেন।  ফুচকা খেয়ে অসুস্থ প্রায় ৬০ জন শিশু ও মহিলা। প্রত্যেককেই আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গ্রামে গিয়েছে মেডিক্যাল টিম। আরামবাগ ব্লকের মলয়পুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব কেশবপুর এলাকার ঘটনা।

জানা গিয়েছে, রবিবার বিকালে ওই এলাকায় বেশ কিছু ফুচকা ব্যবসায়ী ফুচকা বিক্রি করতে যান। সেই সময় ওই এলাকার একাধিক শিশু ও মহিলা ওই ফুচকা খান। এরপর থেকেই এলাকার শিশু ও মহিলারা বমি ও পায়খানা শুরু করেন। ইতিমধ্যেই আরামবাগ মেডিক্যাল কলেজে একাধিক আক্রান্তের চিকিৎসা চলছে।

আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পূর্ব কেশবপুর মসজিদতলা এলাকায় মেডিকেল ক্যাম্প পাঠানো হয়। গ্রামে চিকিৎসা না করে মেডিকেল টিম তৃণমূল স্থানীয় পার্টি অফিস থেকে পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক মধুসূদন বাগ। মেডিক্যাল টিমের সদস্যরা জানিয়েছেন, প্রত্যেকেরই শারীরিক অবস্থা স্থিতিশীল।