Arambag: ভোট পরবর্তী হিংসায় ‘খুন’ তৃণমূল কর্মীর স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগ

Arambag: উল্লেখ্য, লোকসভা ভোটের সময় আরতির স্বামী মনোরঞ্জন মালিক তৃণমূল কর্মী। ভোট পরবর্তী পরিস্থিতিতে  খুন হয়েছিলেন তিনি। তাঁকে খুন করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধেই।  আরতির পরিবারের আরও দাবি, লোকসভা ভোটের পর থেকেই ওই এলাকার বিজেপির কর্মী সমর্থকরা প্রায়ই আরতিকে কটূক্তি করতেন।

Arambag: ভোট পরবর্তী হিংসায় খুন তৃণমূল কর্মীর স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগ
আরামবাগে আক্রান্ত নিহত তৃণমূূল কর্মীরস্ত্রীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 02, 2024 | 11:37 AM

আরামবাগ:  ভোট পরবর্তী পর্যায়ে খুন হয়েছেন স্বামী। এবার তাঁর স্ত্রীর ওপরেও হামলার অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল খানাকুলের রামচন্দ্রপুরে।  আক্রান্ত  ওই মহিলা আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় কাঠগড়ায় বিজেপি। যদিও বিজেপির দাবি, পারিবারিক কারণেই ওই মহিলার ওপর হামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলার নাম আরতি দিগার। আক্রান্তের পরিবারের দাবি, আরতি বাড়ির বাইরে কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় কিছু বিজেপির কর্মী তাঁকে দেখে কটূক্তি করেন। তারই প্রতিবাদ করেছিলেন আরতি। তারপরেই ওই বিজেপি কর্মী সমর্থকরা আরতিকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে মারধর করেন বলে অভিযোগ।

উল্লেখ্য, লোকসভা ভোটের সময় আরতির স্বামী মনোরঞ্জন মালিক তৃণমূল কর্মী। ভোট পরবর্তী পরিস্থিতিতে  খুন হয়েছিলেন তিনি। তাঁকে খুন করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধেই।  আরতির পরিবারের আরও দাবি, লোকসভা ভোটের পর থেকেই ওই এলাকার বিজেপির কর্মী সমর্থকরা প্রায়ই আরতিকে কটূক্তি করতেন। তারই প্রতিবাদ করেন আরতি।

যদিও আরামবাগ সংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বলেন, “এটা পুরোপুরি পারিবারিক বিবাদ। সেটাকে রাজনৈতিক রঙ চালানোর চেষ্টা করছে তৃণমূল। আর মিথ্যা মামলায় বিজেপি কর্মী সমর্থকদেরকে ফাঁসানো হচ্ছে।”