
আরামবাগ: মাঠের মাঝে রাস্তা তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা। জমি থেকে মাটি না দেওয়ায় চাষিরা হুমকির মুখে। রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিল চাষিরা। আরামবাগের কানপুর এলাকায় ১৩ কিলোমিটার রাস্তা তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা।
স্থানীয় চাষিদের অভিযোগ, তাদের জমি থেকে মাটি কেটে রাস্তা তৈরি করা হচ্ছে, এর ফলে চাষিদের জমির উর্বর শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। চাষিদের অভিযোগ, আগের সরকারের আমলে চাষিরা একত্রিত হয়ে বসে নিজেরাই মাঠ থেকে ধান তোলার জন্য রাস্তা তৈরি করে নিজেদের জমি দিয়ে। বারবার রাস্তা মেরামতের জন্য উর্বর জমি থেকে মাটি তুলে নেওয়ায় চাষিদের ক্ষোভ বাড়তে থাকে।
চাষিদের অভিযোগ, মাটি না দিলে তাদের মেরে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি চলছে। যদিও স্থানীয় মাধবপুর গ্রাম পঞ্চায়েতের শাসকদলের সদস্য দাবি করছেন , চাষিরা বিরোধীদের উস্কানিতে সরকারি কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। তৃণমূল পঞ্চায়েত সদস্য শেখ মিরাজ বলেন, “রাস্তা মোট ১৩ কিলোমিটার। তার মধ্যে ১১ কিলোমিটার রাস্তা তৈরি হয়ে গিয়েছে। চাষির সংখ্যা প্রায় ১৩ হাজার। তার মধ্যে ১০-১২ জন চাষির রাস্তা তৈরি করাতে আপত্তি রয়েছে। আইন তো সবার জন্য। জমি কিন্তু লেভেলও করে দেওয়া হচ্ছে, তারপরও ওদের ক্ষোভ।”