Arambag: মধ্যরাতে নৃশংসতা! সকালে পুকুরে ভেসে উঠল সারি সারি মরা মাছ

Tanmoy Bairagi | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 09, 2023 | 5:26 PM

আরামবাগ:  সকালে পুকুর পাড় দিয়ে যাওয়ার সময়ে চোখে পড়েছিল স্থানীয় বাসিন্দাদের। তাঁরা প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। ওই পুকুরেই আবার স্নান করতে, হাত পা ধুতে নামেন অনেকে। তাঁরা দেখেন পুকুরের জলে ভেসে উঠেছে শয়ে শয়ে মাছ। এলাকায় খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল আরামবাগ পুরসভার চাঁদুর এলাকায়। স্থানীয় […]

Arambag: মধ্যরাতে নৃশংসতা! সকালে পুকুরে ভেসে উঠল সারি সারি মরা মাছ
নদীতে ভেসে উঠেছে শয়ে শয়ে মাছ
Image Credit source: TV9 Bangla

Follow Us

আরামবাগ:  সকালে পুকুর পাড় দিয়ে যাওয়ার সময়ে চোখে পড়েছিল স্থানীয় বাসিন্দাদের। তাঁরা প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। ওই পুকুরেই আবার স্নান করতে, হাত পা ধুতে নামেন অনেকে। তাঁরা দেখেন পুকুরের জলে ভেসে উঠেছে শয়ে শয়ে মাছ। এলাকায় খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল আরামবাগ পুরসভার চাঁদুর এলাকায়।

আরামবাগে মাছ

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, রাতে দারকেশ্বর নদীর জলে মাছ ধরার জন্য বিষ ঢেলে এই কাণ্ড ঘটিয়েছে।  আর তার জেরেই নদীতে থাকা ছোট-বড় বিভিন্ন ধরনের অসংখ্য মাছ মরে ভেসে উঠেছে। দুষ্কৃতীরা জাল দিয়ে কিছু মাছ তুলে নিয়ে গিয়েছে। বেশিরভাগ মাছই নদীর জলে তারপর থেকে ভেসে উঠতে শুরু করেছে। ওই মাছ স্থানীয় মানুষজন অনেকেই খাবার জন্য তুলে নিয়ে যাচ্ছে। তবে বেশ কয়েক দিন ধরেই এমনটা হওয়ায় ক্ষুব্ধ দারকেশ্বর নদী তীরবর্তী এলাকার মানুষজন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, কেউ নদীতে ওষুধ দিয়ে দিয়েছে। তাই মাছ ভেসে উঠেছে। বোয়াল, চিংড়ি, কাতলা, রুই ছোট বড় বিভিন্ন ধরনের মাছ মরে ভেসে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের আরও বক্তব্য, শুধু মাছই মরছে না, এখানে পশুপাখিরাও জল খায়। তারাও অসুস্থ হচ্ছে। অনেক লোক স্নান করেন। তাঁদেরও চামড়ায় ক্ষতি হচ্ছে। কিছু মাছ মাফিয়া এই ধরনের অসাধু কাজগুলো করছেন বলে অভিযোগ।

Next Article