Arambag: জমি নিয়ে বিবাদ, TMC-র গোষ্ঠীদ্বন্দ্বে তপ্ত গোঘাট

Arambag TMC: ওই এলাকার তৃণমূল কর্মী শেখ ইলিয়াসের সঙ্গে স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি মীর হানিফের দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিবাদ চলছিল। শেখ ইলিয়াসের পরিবারের অভিযোগ, তাঁদের বাড়ি তৈরির কাজ চলছিল। সেই সময় মীর হানিফের দলবল এসে ধারাল অস্ত্র ও বাঁশ দিয়ে তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ।

Arambag: জমি নিয়ে বিবাদ, TMC-র গোষ্ঠীদ্বন্দ্বে তপ্ত গোঘাট
আক্রান্ত যুবকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 26, 2025 | 8:46 PM

আরামবাগ: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আক্রান্ত দু’পক্ষের একাধিক। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, একটি সম্পত্তিগত বিষয় নিয়েই দুপক্ষের বিবাদের সূত্রপাত। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য হুগলির গোঘাটে। আহতরা আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গোঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে উৎসবের মরশুমের মধ্যেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারধরকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা।
শুক্রবার ঘটনাটি ঘটেছে গোঘাট থানার কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চাকলা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার তৃণমূল কর্মী শেখ ইলিয়াসের সঙ্গে স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি মীর হানিফের দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিবাদ চলছিল। শেখ ইলিয়াসের পরিবারের অভিযোগ, তাঁদের বাড়ি তৈরির কাজ চলছিল। সেই সময় মীর হানিফের দলবল এসে ধারাল অস্ত্র ও বাঁশ দিয়ে তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ।

অন্যদিকে, মীর হানিফের অভিযোগ আদালতের নির্দেশকে অমান্য করে শেখ ইলিয়াস বাড়ি করছিল। তাঁরা বাধা দিতে যাওয়াই ইলিয়াস-সহ তার বাড়ির লোকজন তাঁদের বেধড়ক মারধর করে । এই ঘটনায় দুই পক্ষের একাধিক জন আহত হন। বর্তমানে সকলেই হাসপাতালে চিকিৎসাধীন।

স্বাভাবিকভাবেই বিজেপি এই ঘটনাকে নিয়ে তীব্র কটাক্ষ করেছে। আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক দোলন দাস বলেন,  “তৃণমূল সাংসদের গ্রুপের সঙ্গে তৃণমূল ব্লক সভাপতির গোষ্ঠীর লড়াই আবাসের বাড়ি তৈরি নিয়ে। যদিও তৃণমূল ব্লক সভাপতি অভিযোগ অস্বীকার করে পারিবারিক বিবাদ বলছেন।”