Murder Case: সম্পত্তির জন্য নিজের বাবাকে লাগাতার ঘুষি, মৃত্যু ৭১ বছরের বাবার

Hooghly: পরিবার সূত্রের খবর, মৃতের নাম সিদ্ধেশ্বর পাত্র (৭১)। তাঁর বড় ছেলে অনন্ত পাত্রের সঙ্গে বাবার সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। মাঝে মধ্যেই অনন্ত ও তাঁর স্ত্রী সুমিত্রা ও নাতি জিতের সঙ্গে বাবা সিদ্ধেশ্বরের অশান্তি লেগে থাকত।

Murder Case: সম্পত্তির জন্য নিজের বাবাকে লাগাতার ঘুষি, মৃত্যু ৭১ বছরের বাবার
মৃত বৃদ্ধImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 22, 2025 | 1:44 PM

পুরশুড়া: ছেলের ঘুষিতে মৃত্যু হল বাবার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পুরশুড়ার ভাঙামোড়া গ্রাম পঞ্চায়েতের মারকুন্ডা এলাকায়। ঘটনার জেরে পুরশুড়া থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। যার জেরে শোরগোল শুরু হয়েছে।

পরিবার সূত্রের খবর, মৃতের নাম সিদ্ধেশ্বর পাত্র (৭১)। তাঁর বড় ছেলে অনন্ত পাত্রের সঙ্গে বাবার সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। মাঝে মধ্যেই অনন্ত ও তাঁর স্ত্রী সুমিত্রা ও নাতি জিতের সঙ্গে বাবা সিদ্ধেশ্বরের অশান্তি লেগে থাকত। এমনকী অনন্ত নিজের মা মিনতিকে মারধর করতেও কসুর করতেন না।

বুধবার বিকাল নাগাদ বাবা-মাকে সম্পত্তির কারণে মারধর করেন অন্তত তার ছেলে জিৎ। মৃত সিদ্ধেশ্বর পাত্রের ছোট ছেলে প্রহ্লাদ পাত্রের দাবি, ওই বৃদ্ধকে এলোপাথাড়ি ঘুষি মারে। যার কারণে বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় অনন্তকে প্রথমে থানায় নিয়ে আসা হয়। সেখানে তিনি অসুস্থ বোধ করলে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে চিকিৎসকরা সিদ্ধেশ্বর পাত্রকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত সিদ্ধেশ্বরের স্ত্রী মিনতি পাত্রের অভিযোগের ভিত্তিতে বড় ছেলে অনন্ত পাত্র ও জিৎ, বৌমা সুমিত্রাকে পুরশুড়া থানার পুলিশ গ্রেফতার করে। পুরশুড়া থানার পুলিশের তৎপরতায় মৃতের দেহ ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃতের নাতি বলেন, “বড় মামার দুই ছেলের সঙ্গে দিদা দাদুর ঝগড়া। সেই ঝগড়া থেমে যাওয়ার পর দাদুকে ঠেলে ফেলে দেয়। ঘুষি মারে।”