হুগলি: বিজেপির সংখ্যালঘু বুথ সভাপতির বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃনমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক দলের। আরামবাগের ৬ নম্বর ওয়ার্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার ঘটনার খবর পেয়ে আক্রান্ত বিজেপির বুথ সভাপতি মইউদ্দিন মল্লিকের বাড়িতে যান আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার-সহ বিজেপি নেতারা।
আক্রান্ত বিজেপি নেতার দাবি নির্বাচনের দিন তিনি তাঁর বুথে বিজেপির এজেন্ট হিসাবে কাজ করেছেন। সেই সময়েই তাঁকে হুমকির মুখে পড়তে হয়েছিল। ভোট মিটতেই মঙ্গলবার রাতে তিনি ও তাঁর পরিবারের লোকজন যখন বাড়িতে ঘুমিয়ে ছিলেন, তখন তৃণমূলের মদতপুষ্ঠ স্থানীয় এক দুস্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়।
কেন সংখ্যালঘু হয়েও বিজেপি করছেন, মইনুদ্দিনকে তা নিয়ে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এই সময় তাঁর বাড়িতেও বেপরোয়া ভাঙচুর চালানো হয়। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই বিজেপি সংখ্যালঘু নেতা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শাসকদলের পাল্টা দাবি, মদ্যপ অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে বিজেপি এজেন্টেরই এক পরিচিত ব্যক্তি। যদিও তাঁর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই জানাচ্ছে তৃণমূল নেতৃত্ব।
শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শেখ মহম্মদ বিলাল বলেন, “শুনেছি গোটা ঘটনাটা। মদ খেয়ে পাড়ায় পাড়ায় ঘুরে এসব করেছে। আমাদের দলের লোক নয়।”