Arambag: মদের বোতল রাস্তায় আছড়ে ভাঙছেন মহিলারা, পুলিশ পরল হেলমেট!

Arambag: আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের মইগ্রামে বেআইনিভাবে দীর্ঘদিন ধরে মদ বিক্রি হয়। গ্রামের প্রত্যেক বাড়ির পুরুষই তাতে আসক্ত হয়ে পড়েছেন। দিন রাত মদ্যপান করছেন, কাজেও যান না, তাতে চাপ বাড়তে থাকে পরিবারের ওপর। মদবিক্রির অভিযোগে রুখে দাঁড়ান মহিলারা।

Arambag: মদের বোতল রাস্তায় আছড়ে ভাঙছেন মহিলারা, পুলিশ পরল হেলমেট!
গ্রামের মহিলারা মদের বোতল ভাঙছেনImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 31, 2025 | 5:40 PM

আরামবাগ:   গাড়ি থেকে মদের বোতল নিয়ে রাস্তায় আছাড় মারছেন মহিলারা! দেশি-বিদেশি মদের বোতল গাড়ি থেকে তুলছেন আর রাস্তায় আছাড় মেরে ভাঙছেন। ঘটনাকে ঘিরে উত্তেজনা আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েত এলাকায়। খবর পেয়ে যায় পুলিশ। পুলিশকে ঘিরে মহিলারা বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে পুলিশ মাথা বাঁচাতে হেলমেট পরে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের মইগ্রামে বেআইনিভাবে দীর্ঘদিন ধরে মদ বিক্রি হয়। গ্রামের প্রত্যেক বাড়ির পুরুষই তাতে আসক্ত হয়ে পড়েছেন। গৃহকর্ত্রীদের অভিযোগ, তাঁদের স্বামীরা দিন রাত মদ্যপান করছেন, কাজেও যান না, তাতে চাপ বাড়ছে পরিবারের ওপর। মদবিক্রির  রুখতে একযোগে রুখে দাঁড়ান মহিলারা।

গ্রামের মহিলাদের অভিযোগ,  আরামবাগ থানার পুলিশ ও আবগারি দফতর সব জানে, কিন্তু তারপরও গ্রামে মদের ব্যবসা চলছে। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের পুরুষরা মদে আসক্ত হয়ে গিয়েছে। তাদের সমস্ত টাকা-পয়সায় মদ খেয়ে নষ্ট করে দিচ্ছেন বলে অভিযোগ। এমনকি বাড়ি গিয়ে বউদের ওপর চলছে অত্যাচার।

বারবার পুলিশকে জানিয়েও কোনও কাজ না হওয়াতেই এবার রুখে দাঁড়ালেন মহিলারা। যদিও আরামবাগের আবগারি ওসি এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।