‘এসডিও-কে ডেকে পাঠান’, আবার হিয়ারিং বন্ধ করতে গেলেন বিধায়ক

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 30, 2025 | 11:00 PM

সোমবারই চুঁচুড়া-মগড়া ব্লক অফিসে তুুমুল উত্তেজনা ছড়ায়। শুনানির মাঝে গিয়েই বিধায়ক অসিত মজুমদারের হম্বিতম্বি শুরু করেন। তাঁর দাবি ছিল, বিএলএ ২-দের শুনানিতে রাখতে হবে। না হলে বন্ধ থাকবে শুনানি। বিডিও-র সঙ্গে কথা কাটাকাটি হয় বিধায়কের। আর তারপরই তিনি শুনানি বন্ধ করে দেন। পরে কমিশনের নির্দেশে শুনানি চালু হয়। কমিশন জানিয়ে দেয়, বিএলএ ২ দের প্রবেশ করতে দেওয়া হবে না।

সোমবারই চুঁচুড়া-মগড়া ব্লক অফিসে তুুমুল উত্তেজনা ছড়ায়। শুনানির মাঝে গিয়েই বিধায়ক অসিত মজুমদারের হম্বিতম্বি শুরু করেন। তাঁর দাবি ছিল, বিএলএ ২-দের শুনানিতে রাখতে হবে। না হলে বন্ধ থাকবে শুনানি। বিডিও-র সঙ্গে কথা কাটাকাটি হয় বিধায়কের। আর তারপরই তিনি শুনানি বন্ধ করে দেন। পরে কমিশনের নির্দেশে শুনানি চালু হয়। কমিশন জানিয়ে দেয়, বিএলএ ২ দের প্রবেশ করতে দেওয়া হবে না। এবার ফের হাজির হলেন বিধায়ক। তাঁর দাবি, নির্দেশিকা লিখিত আকারে দিতে হবে।

Published on: Dec 30, 2025 10:50 PM