হুগলি: প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে গিয়ে যৌন নির্যাতনের শিকার হয়েছিল বছর তেরোর কিশোরী। ২৫ ডিসেম্বরের এ ঘটনাকে কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরেই উত্তাল হুগলির (Hooghly) রাজনৈতিক মহল। ব্যাপক ভাঙচুরও চলে অভিযুক্ত যুবকের বাড়িতে। এদিকে ঘটনার পর থেকে পলাতক থাকলেও শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ২৮ তারিখ নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এবার বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে সঙ্গে নিয়ে শনিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সেখানে গিয়েই সুর চড়ালেন বিজেপির বিরুদ্ধে। একইসঙ্গে নির্যাতিতার পরিবারের পাশে থাকারও আশ্বাসও দিয়েছেন তিনি।
লকেটের বিরুদ্ধে সুর চড়িয়ে পরিযায়ী পাখি বলেও কটাক্ষ করেন অসিত। বলেন, লকেট এসে শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। গত ৫ বছরে ওকে বলাগড়ে দেখা যায়নি। করোনার সময় মানুষের সমস্যায় তাঁকে দেখা যায়নি। এখন এসে অশান্তি তৈরি করছেন। আসলে মানুষের আপদে-বিপদে সর্বদা তৃণমূলই থাকে।
এদিকে এর আগে নির্যাতিতার বাড়ি গিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন লকেট। সাফ বলেছিলেন অভিযুক্ত যুবক তৃণমূল কর্মী। পুলিশ ব্যবস্থা না নিলে এলাকার বিজেপি কর্মীরাই বুঝে নেবে। যদিও অসিতের দাবি, ঘটনায় দলের কোনও কর্মী যুক্ত থাকলে তাঁকে রেহাত করা হবে না। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি হুগলির বিজেপির সম্পাদক সুরেশ সাউ। ঘাসফুল শিবিরের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, ধর্ষণ করবে, যৌন নির্যাতন করবে তৃণমূল কর্মী। আবার সান্ত্বনা দিতে যাবে তৃণমূল নেতারা। বলবে ওরা নাকি দোষীকে আড়াল করে না।