ATM Break Down: টাকা তোলার সময় মাটিতে ঢুকে গেল ATM! তাজ্জব এলাকাবাসী

Bizarre Incident: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে টাকা তোলার সময় এটিএম-এ এই ঘটনা ঘটেছে। সেখানে মার্বেলের মেঝে ভেঙে মাটির নিচে ঢুকে যায় এটিএম মেশিন। যদিও এই ঘটনায় কেউ আহত হননি। কিন্তু ঘটনার কথা শুনে তাজ্জব বনে গিয়েছেন। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, টিএম মেশিন ভেঙে পড়ার ঘটনা এই প্রথম দেখেছেন তাঁরা।

ATM Break Down: টাকা তোলার সময় মাটিতে ঢুকে গেল ATM! তাজ্জব এলাকাবাসী
এটিএম ভেঙে বিপত্তিImage Credit source: TV9 Bangla

| Edited By: অংশুমান গোস্বামী

Dec 23, 2023 | 10:58 PM

কোন্নগর: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম (Bank ATM)। রোজদিনই টাকা তোলার জন্য মানুষের ভিড় লেগে থাকে সেখানে। শনিবার দুপুরেও এক গ্রাহক টাকা তুলছিলেন সেই এটিএম থেকে। সে সময়ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এটিএম। মেঝে ভেঙে মাটির মধ্যে ঢুকে গিয়েছে এটিএম মেশিন। এর জেরে ব্যাপক শোরগোল পড়ে যায় ওই এলাকায় সঙ্গে সঙ্গে খবর যায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে। ওই এটিএম বন্ধ করে দেওয়া হয়। শনিবার ঘটনাটি ঘটেছে হুগলি জেলার কোন্নগরের নবগ্রামের ঝিলপাড় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে টাকা তোলার সময় এটিএম-এ এই ঘটনা ঘটেছে। সেখানে মার্বেলের মেঝে ভেঙে মাটির নিচে ঢুকে যায় এটিএম মেশিন। যদিও এই ঘটনায় কেউ আহত হননি। কিন্তু ঘটনার কথা শুনে তাজ্জব বনে গিয়েছেন। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, জীবনে অনেক কিছু ভেঙে পড়তে দেখেছেন তাঁরা। চোখের সামনেই ভেঙেছে কত কিছু। কিন্তু এটিএম মেশিন ভেঙে পড়ার ঘটনা এই প্রথম দেখেছেন তাঁরা।

দুর্ঘটনার সময়ই এটিএমের উল্টোদিকে চায়ের দোকানে বসেছিলেন এক ব্যক্তি। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তি বলেছেন, “প্রতিদিনের মতোই এটিএম খোলা ছিল। এটিএম এর ভিতরে তখন টাকা তোলার কাজও করছিলেন এক গ্রাহক। হঠাৎই হুড়মুড়ি এ ভেঙে পড়ার শব্দ শুনতে পাই। সবাই ছুটে আসেন। সেখানে এসে দেখা যায় এটিএম মেশিন ভেঙে মাটির নীচে ঢুকে গিয়েছে। ভিতরে যিনি ছিলেন তাঁরাও ভয়ে বাইরে বেরিয়ে আসেন। পরে ব্যাঙ্কের কর্মীরা এসে ক্রেন দিয়ে এটিএম থেকে বার করে বাইরের নির্দিষ্ট জায়গায় রেখে দেয়। এটিএম-এ তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।”