হুগলি: পকেটে পয়সা ছিল না। তা বলে কি নেশা করবেন না? সঙ্গে থাকা সম্পদ মোবাইলই দোকানে গচ্ছিত রেখে মদ কিনেছিলেন। নেশা করে সেই মোবাইল ফেরত নিতে গিয়েছিলেন যুবক। তা নিয়েই বচসা। আর তারপর রক্তারক্তি কাণ্ড। ভোজালি দিয়ে দু’জনকে কুপিয়ে দেওয়ার অভিযোগ ওঠে যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির ব্যান্ডেল স্টেশন সংলগ্ন এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যান্ডেল মানুষপুর বস্তির বাসিন্দা দীপঙ্কর দাস পেশায় মদ বিক্রেতা। সোমবার রাতে মদ কিনতে যান এলাকারই যুবক রঘুবীর যাদব। জানা যাচ্ছে, দীপঙ্কর তাঁকে জানিয়েছিলেন, তাঁর কাছে আগের তেরোশো টাকা বাকি রয়েছে। আগে সেই টাকা মেটাতে, তারপর মদ পাবেন। ধারে মদ দিতে অস্বীকার করেছিলেন দীপঙ্কর।
স্থানীয় বাসিন্দারা জানা যাচ্ছে, সে সময় রঘুবীর তাঁর মোবাইল জমা রেখে মদ নিয়ে চলে যান। রাত দুটো নাগাদ মদ বিক্রেতার বাড়িতে গিয়ে মোবাইল ফেরত চান রঘুবীর। টাকা চাইলে বলে অনলাইন দিয়ে দেবেন বলেও জানান। কিন্তু টাকা না দিতে পাড়ায় শুরু হয় বচসা। রঘুবীর মদ্যপ অবস্থায় মদ বিক্রেতার পরিবারের উপর চড়াও হন বলে অভিযোগ।
অভিযোগ, ভোজালি দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকেন। আহত হন মদ বিক্রেতা দীপঙ্কর দাস। শুধু তাই নয়, তাঁর মা পরমা দাস ও স্ত্রী সীমা দাসও তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন। তাঁরা সকলেই চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অভিযুক্ত রঘুবীর যাদবকে গ্রেফতার করে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ।
সূত্রের খবর, পুলিশের খাতায় আগেও নাম রয়েছে রঘুবীরের। জানা যাচ্ছে, ব্যান্ডলের তৃণমূল নেতা দিলীপ রাম খুনে মূল অভিযুক্ত সমুদ্রী যাদবের আত্মীয় বলে জানা গিয়েছে। ২০১৯ সালে ব্যান্ডেল স্টেশনে খুন হন দিলীপ রাম। সেই থেকে ফেরার সমুদ্রী যাদব। তারই আত্মীয় রঘুবীর। এলাকায় নানান অপরাধমূলক কাজের সঙ্গে রঘুবীর যুক্ত বলে সূত্রের খবর। অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা।